ধর্ম

রমজানের মাসআলা-১৯

নাবালেগ ছোট শিশুরা রোজা রেখে ভেঙে ফেললে করণীয়


অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
প্রকাশ :২১ এপ্রিল ২০২২, ০৮:৩৪ পিএম

নাবালেগ ছোট শিশুরা রোজা রেখে ভেঙে ফেললে করণীয়

নাবালেগ ছোট্ট শিশুরাও নিজেদের আগ্রহে ও বড়দের উৎসাহে রোজা রাখে। যদিও তাদের জন্য রোজা ফরজ নয়। এমতাবস্থায় তারা যদি রোজা রেখে কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় যে কোনোভাবে রোজা ভেঙে ফেলে, তা হলে তাদের এই রোজার কাজা বা কাফফারা কোনটিই লাগবে না।

তারপরও যদি তারা বড়দের সঙ্গে কাজা রোজা রাখতে শুরু করে এবং তাও আবার ভেঙে ফেলে তারও কাজা বা কাফফারা লাগবে না। (হিদায়া)

এসএ/