ধর্ম

রমজানের মাসআলা-২৮

ইতিকাফ অবস্থায় পাঠদান করা ও শিক্ষকতার বেতন ভাতা গ্রহণ করা


অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
প্রকাশ :২৮ এপ্রিল ২০২২, ০৯:৪৪ পিএম

ইতিকাফ অবস্থায় পাঠদান করা ও শিক্ষকতার বেতন ভাতা গ্রহণ করা

ইতিকাফ অবস্থায় মসজিদে শিক্ষা গ্রহণ করা ও শিক্ষা প্রদান করা জায়েজ আছে। তবে সে শিক্ষা হতে হবে প্রয়োজনীয়, বৈধ ও উপকারী। মসজিদে শিক্ষা প্রদান করে এর জন্য বিনিময় গ্রহণ করা জায়েজ হবে না।

তবে দীনী শিক্ষা প্রতিষ্ঠান তথা ফোরকানিয়া মক্তব, হিফজখানা, হাফেজী মাদ্রাসা অথবা কোনো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ইতিকাফে থাকা অবস্থায় তার দায়িত্ব পালন করতে পারবেন; এজন্য তার বেতন কর্তন করতে হবে না। কারণ এটি তার ইলমী খেদমত হিসেবে গণ্য। অন্যথা এই দিনগুলো তার ছুটি হিসেবেও ধরা যেতে পারে; আর তিনি ছুটিতেও নিজ দায়িত্বে দীনী খেদমত আঞ্জাম চিচ্ছেন স্বপ্রণোদিত হয়ে। সর্বোপরি ধর্মীয় শিক্ষকদের বেতন ভাতা হাদিয়ারই অন্তর্ভুক্ত। (আল বাহরুর রায়েক)

এসএ/