মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

চুয়াডাঙ্গা সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ

ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১২ কেজি ভারতীয় রূপার তৈরী গহনা জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে রূপার তৈরি গয়নাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, মুন্সীপুর সরদার পাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টার সময় রূপার গয়নাগুলো জব্দ করা হয়। স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেটে ছিল এসব গয়না, যার ওজন ১২ কেজি ২০০ গ্রাম। জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। জব্দ করা রূপার গয়নাগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

Header Ad
Header Ad

প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

ছবি: সংগৃহীত

নতুন ইতিহাস রচনা করলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় অভিষেক হলো তার।

নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটের ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টে শাহরুখ হাঁটলেন গায়ে কালো স্যুট, পড়নে কোমরবন্ধ, কালো সিল্কের শার্ট এবং টেলকোট। হাতে ছড়ি। সেই সঙ্গে দুই হাতের আঙুল ভর্তি গয়না। বুকের কাছে ঝুলছে হার এবং পেনডেন্ট। তবে নজর কাড়ল বুকের K লেখা পেনডেন্ট ।

এই পোশাকের ডিজাইন তৈরি করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। আর সেই পোশাক পরেই নিউইয়র্কে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে রং ছড়ালেন ‘জওয়ান’। সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগালেন শাহরুখ খান।

ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টে বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। আর এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করলেন বাদশা।

এবার ওই ফ্যাশান ইভেন্টে শাহরুখ থাকবেন বলে জানার পরে উত্তেজনা ছিল তুঙ্গে। মেট গালার শোতে অংশ নেওয়ার জন্য রোববারই তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। মেট গালার রেড কার্পেটে তার হাতে ছিল বাঘের মুখ আঁকা ড্যান্ডি কেন। যেটা সোনা দিয়ে মোড়া বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সব্যসাচী। তার তৈরি কালো পোশাককে শাহরুখ বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন শাহরুখ বলেও জানান তিনি। তার গলায় কে লেখা যে পেনডেন্ট ঝুলছিল তা রাজার প্রতীক বলেও জানা গেছে।

 

Header Ad
Header Ad

মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, এক কোটি রুপি দাবি

মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি হত্যার হুমকি পেয়েছেন। গত রোববার তার ব্যক্তিগত ইমেইলে পাঠানো একটি বার্তায় তাকে মেরে ফেলার হুমকির পাশাপাশি দাবি করা হয়েছে এক কোটি রুপি। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, শামির পক্ষ থেকে নয়, তার ভাই হাসিবের তরফেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগে হুমকিদাতার নাম হিসেবে ‘রাজপুত সিন্দার’-এর নাম উল্লেখ করা হয়েছে।

উত্তর প্রদেশ পুলিশের এক কর্মকর্তা জানান, পুলিশ সুপারের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে। অপরাধীকে শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে।

মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন মোহাম্মদ শামি। চলতি আসরে ৯ ম্যাচে ৬ উইকেট নেওয়া শামির দল পয়েন্ট টেবিলের আটে রয়েছে। তবে বৃষ্টির কারণে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় প্লে-অফ থেকে ছিটকে যায় দলটি।

উল্লেখ্য, শামি ভারতের হয়ে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ পারফর্ম করেন। পাঁচ ম্যাচে ৯ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে ৫ উইকেট ছিল চোখে পড়ার মতো।

এই ঘটনার আগে গত মাসে ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ গৌতম গম্ভীরও ইমেইলে হত্যার হুমকি পান। দিল্লি পুলিশ সেই ঘটনা তদন্ত করছে এবং গম্ভীরকে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। গম্ভীর এর আগেও ২০২১ সালে একই ধরনের হুমকি পেয়েছিলেন, তখন তিনি সংসদ সদস্য ছিলেন।

Header Ad
Header Ad

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল ৯টা ৫৪ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগে শুনানি শুরু হয়। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নাজিব মোমেন।

আদালতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন উপস্থিত রয়েছেন।

এর আগে গত ২২ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ৬ মে দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্ব্বেোচ আদালত। একইসঙ্গে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এ টি এম আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

মানবতাবিরোধী অপরাধের মামলা এটাই প্রথম কোনো মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন আদালত।গত ২৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়।

গত ২৩ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন।২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম।২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে ১২৫৬ ব্যক্তিকে গণহত্যা-হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শতশত বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে ১ নম্বর বাদে বাকি পাঁচটি অভিযোগে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। যদিও এটি প্রহসনের রায় বলে আখ্যায়িত করে আসছে জামায়াতে ইসলামী।

২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩ যুক্তিতে জামায়াত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৯০ পৃষ্ঠার মূল আপিলসহ ২৩৪০ পৃষ্ঠার আপিল দাখিল করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ
মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, এক কোটি রুপি দাবি
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু
ঢাকাসহ ১৩ জেলায় বিকেল ৪টার মধ্যে তীব্র ঝড়ের আভাস
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক
দেশে ফিরলেন খালেদা জিয়া
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল
ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা
স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন, রাশিয়ায় সব বিমানবন্দর বন্ধ
দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ৭ নির্দেশনা
ভারত সফরে আসছেন পুতিন, ফোনে জানালেন মোদিকে
শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা নয়: ইরান
মাকে বিদায় জানালেন তারেক রহমান
বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করল দশম শ্রেণির এক ছাত্র
১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান
মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের অনুমতি
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
বিরামপুরে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন