সারাদেশ

টাঙ্গাইলে মদ খেয়ে মাতলামি করে পুলিশের হাতে ধরা ৪ বন্ধু


প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ :১৯ জুন ২০২২, ১০:৪১ পিএম

টাঙ্গাইলে মদ খেয়ে মাতলামি করে পুলিশের হাতে ধরা ৪ বন্ধু

টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তায় মদ খেয়ে মাতলামি করার অভিযোগে চার বন্ধুকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

তারা হলেন- উপজেলার জিগাতলা গ্রামের জাহিদুল ইসলাম ওরফে খোকার ছেলে ও গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের ভাতিজা তানভীর পিতম ওরফে অনিক, অলোয়া ইউনিয়নের কাগমারী গ্রামের জাহিদ ফরহাদ তালুকদারের ছেলে জীবন ফরহাদ তালুকদার, পৌর এলাকার ঘাটান্দী নতুনপাড়ার খন্দকার মোস্তাফিজুর রহমানের ছেলে খন্দকার তাইফ আল সাহাব, ঘাটাইল উপজেলার দশআনি গ্রামের মমিনের ছেলে রাব্বি ওরফে আসিফ।

শনিবার (১৮ জুন) রাতে উপজেলা টেপিবাড়ী এলাকা থেকে তাদের মাতাল অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। পরে রবিবার (১৯ জুন) দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠায়।

এ বিষয়টি নিশ্চিত করে বিকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, শনিবার রাতে মদ খেয়ে রাস্তায় মাতলামী করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে রবিবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে তোলা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

/এমএসপি