সারাদেশ

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই: ডা. মনীষা চক্রবর্ত্তী


প্রতিনিধি, বরিশাল
প্রকাশ :২৫ ডিসেম্বর ২০২১, ০২:৪২ এএম

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই: ডা. মনীষা চক্রবর্ত্তী

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী ঝালকাঠি লঞ্চ দুর্ঘটনায় নিহত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছেন। এ সময় তিনি রাষ্ট্রের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি করেছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনটি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলার উদ্যোগে ৩ দফা দাবির প্রেক্ষিতে আয়োজন করা হয়।

এ সময় ডা. মনীষা বলেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে সার্জারি বিভাগের বারান্দায় ঝালকাঠির সুগন্ধা নদীতে এম‌ভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত যাত্রীদের চিকিৎসা দেওয়া হয়েছে-এটি আমাদের জন্য লজ্জাজনক। অবিলম্বে আমরা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে বার্ন ইউনিট খোলার দাবি জানাচ্ছি।’

বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘লঞ্চ দুর্ঘটনায় নিহত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, সকল গণপরিবহনে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা বাধ্যতামূলক নিশ্চিত করতে হবে। অবিলম্বে শেবাচিম বার্ন ইউনিট চালু করে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করতে হবে। আমরা এ ৩ দফা দাবির বাস্তবায়ন চাই।আমারা বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাসদের বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসএম/এএন