সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশ


প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ :২০ মার্চ ২০২৩, ০৬:৫১ এএম

চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশ

কৃষি পণ্যের নায্য মূল্য নিশ্চিত করণ, কৃষক পরিচয়পত্র প্রদান, ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করণ ও বৃহত্তর- রাজশাহী প্রকল্প চালু, কৃষি জমিতে সেঁচের অনিয়ম দূর করার দাবিসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি।



আজ সোমবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবেদ খান, কেন্দ্রীয় সদস্য রাগিব হোসেন মুন্না, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মিলণ পাল, কৃষক নেতা শরিফুল ইসলাম গেদু, মিজানুর রহমান প্রমুখ।
এএজেড