সন্তান লাভের আশায় মন্দিরে আঁচল পেতে ভিক্ষা

৩০ মার্চ ২০২৩, ০৭:৩৬ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ পিএম


সন্তান লাভের আশায় মন্দিরে আঁচল পেতে ভিক্ষা

বিয়ে হয়েছে ৪ বছর আগে। কোন সন্তান হয় নাই এখনও। সদ্য স্নান শেষে ভেজা কাপড়ে মন্দিরের সামনে বসে আঁচল পেতে সন্তান লাভের জন্য ভিক্ষা চাইছেন। তাও যদি ঠাকুর মনের আশা পূরণ করে। এমনই বিশ্বাস নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন চম্পা রাণী নওগাঁর মান্দা উপজেলার রঘুনাথ জিউ মন্দিরে। শুধু চম্পা রানী নয় গোলাপি, বৃষ্টিসহ প্রায় ২০-২৫ জন নিঃসন্তান-বন্ধ্যা নারী সন্তানের আসায় শাড়ির আঁচল পেতে রঘুনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করছেন।

ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম ধারক প্রায় ৪০০ বছরের ঐতিহ্য বহন করে আসছে মন্দিরটি। রাম নবমী উপলক্ষে চৈত্র মাসে রামের জন্ম তৃতীয়া শুক্লা তিথিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে মন্দিরে ভগবান শ্রী রাম চন্দ্রের বিগ্রহে পূজা-অর্চনার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। এরপর তীর্থ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এতে মন্দির প্রাঙ্গণে ঢল নামে হাজারো ভক্তের।

কীর্তন, প্রসাদ বিতরণ, ভক্তদের পুজো অর্চনা, ভোগ নিবেদন ও মানত দেওয়ার মধ্য দিয়ে রামভক্তদের মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। এছাড়াও রামনবমী উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা আসেন ঠাকুর দর্শন ও মানত করতে। আগত ভক্ত দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে মন্দিরের আশপাশের অন্তত এক কিলোমিটার এলাকা। এ উৎসবকে ঘিরে মন্দিরের পাশে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার।

নয় দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। উৎসবের প্রথম দিনে নানা ধর্মের প্রায় হাজারো মানুষের সমাগম ঘটে। প্রথম দিনেই ঠাকুর দর্শনে আসেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। জানা যায়, দপুন্ড্রদ জনপদের অন্যতম প্রাচীন জনপদ হিসেবে ঠাকুর মান্দার ঐতিহাসিক পরিচিতি রয়েছে। পাল আমলের বিভিন্ন নিদর্শন এই জনপদ থেকে আবিষ্কৃত হয়। জনপদটিতে রয়েছে হিন্দু তীর্থের প্রাচীন রঘুনাথ জিউ মন্দির। প্রতি বছর রাম নবমী পূজার দিনে জন্মান্ধ শিশুদের আনা হয় এখানে।

হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্য সম্প্রদায়ের অনেক মানুষ তাদের দৃষ্টি প্রতিবন্ধীসহ নানান রোগের আক্রান্ত সন্তানদের নিয়ে আসেন এই মন্দিরে। ছোট্ট শিশু থেকে নানা বয়সের দৃষ্টি প্রতিবন্ধী ও নানান রোগের আক্রান্তদের সারা দিন রেখে দেওয়া হয় মন্দির প্রাঙ্গণে একটি নির্ধারিত স্থানে।

পুণ্যার্থীরা একসময় মন্দিরের চারপাশের বিল ও শিব নদীতে গঙ্গাস্নান করে ভেজা কাপড়ে বিল থেকে পদ্মপাতা তুলে মাথায় দিয়ে মন্দিরে যেত ঠাকুর দর্শন করতে। ভক্তরা আজো সেই রীতি-নীতি মানতে চান। কেউ কেউ আবার দুর্লভ পদ্মপাতা সংগ্রহ করে তা মাথায় দিয়ে তার ওপর মাটির পাতিল বোঝাই ভোগের মিষ্টান্ন মাথায় নিয়ে দীর্ঘ লাইন ধরে প্রভুর চরণে নিবেদন করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ভারত থেকেও আসেন হিন্দু পুণ্যার্থীরা।

অনেকে সপ্তাহব্যাপী মন্দিরের পাশে মাঠে তাবু গেড়েও অবস্থান করেন। ভক্তবৃন্দের ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে রাতে পদাবলী কীর্তনেরও আসর বসানো হয়। মন্দিরটিতে দীর্ঘদিন ধরে প্রচলিত রাম নবমীর উৎসব অঞ্চলের বাসিন্দাদের সার্বজনীন উৎসব হয়ে উঠেছে। এ উপলক্ষ্যে মন্দিরটিকে ঘিরে জুড়ে বসেছে গ্রামীন মেলা।

ঢাকা থেকে এসেছেন সুকলা সরকার। তিনি বলেন, আমার ছেলে কথা বলতে ও হাঁটতে পারে না। শুনেছি এখানে এসে মনো বাসনা পূরণ করার জন্য মানত করলে ঠাকুর তা পূরণ করেন। এই জন্যই এখানে এসেছি।

বগুড়ার সান্তাহার থেকে এসেছেন পলাশ সরকার। তিনি বলেন, প্রতি বছর এই রাম নবমীতে ঠাকুরকে দর্শের জন্য এখানে আসি। পরিবারের সবাই যেন সুখে-শান্তিতে থাকে এই জন্য।

নওগাঁর পত্নীতলা থেকে এসেছেন শ্রী রবিদাস। তিনি বলেন, আমার ছেলের একটা মানত ছিলো। এবং পরবর্তীতে আমার ছেলে সুস্থ হয়ে গেছে। এই জন্য মানত পূরন করতে মূলত এখানে আসা।

মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র বলেন, রঘুনাথ জিউ মন্দির প্রায় ৪০০ বছরের ঐতিহ্য বহন করে আসছে। এই মন্দির শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও পরিচিতি আছে। প্রতি বছর হাজার হাজার ভক্তদের আগমন ঘটে মন্দির চত্বরে।

তিনি বলেন, হাজারো ভক্ত মন্দিরে মানত করতে এসে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করে। সেইভাবে থাকার কোন জায়গা নেই। ভক্তদের অনেক কষ্ট করতে হয়। তাই সরকারের কাছে দাবি জানাবো এই মন্দিরের দিকে নজর দেওয়ার জন্য।
এএজেড


বিভাগ : সারাদেশ

বিষয় : সারাদেশ



ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার মারা গেছেন

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ এএম


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার মারা গেছেন
সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁঞা। ছবি: সংগৃহীত

সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোররাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুস সাত্তার ভূঞার ছেলে মাইনুল হাসান তুষার। তিনি বলেন, বাবা দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। শনিবার রাত ৩টা ২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উকিল আব্দুল সাত্তার ভূঞা ১৯৩৯ সালের ১৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আব্দুল হামিদ ভূঞা ও রহিমা খাতুনের সংসারে জন্ম গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদে ছিলেন দীর্ঘদিন। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাও ছিলেন।


তানজিন তিশার গাড়ি কে ট্রাকের ধাক্কা,আহত অভিনেত্রী

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৭ এএম


তানজিন তিশার গাড়ি কে ট্রাকের ধাক্কা,আহত অভিনেত্রী

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকালবৃহস্পতিবার রাতে একটি ডাম্প ট্রাক অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দেয়। গাড়ির পেছনের অংশটি প্রায় দুমড়ে মুচড়ে গেছে। এ সময় তিশা গাড়িতেই অবস্থান করছিলেন। সামান্য আহত হয়েছেন তিনি।

তিশা জানান, ছোট কিছু ইনজুরিতে পড়লেও আপাতত ভালো আছেন। তবে সেই রাতটা কখনও ভুলবেন না তিনি!

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করেন তিশা। এ বিষয়ে তিনি বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়।’

নিজের বিষয়ে তিশা বললেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।’


৭২ ঘণ্টা পার হয়ে গেছে, আপনারা সেমিফাইনালে পরাজিত : বিএনপিকে তথ্যমন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ এএম


৭২ ঘণ্টা পার হয়ে গেছে, আপনারা সেমিফাইনালে পরাজিত : বিএনপিকে তথ্যমন্ত্রী
বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি সংগৃহিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, আপনারা আগামী মাসে ফাইনাল খেলার ডাক দিয়েছেন, আমরা খেলতে চাই। আমি ফাইনাল খেলার কথা বাদ দিলাম, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটামের ৭২ ঘণ্টা পার হয়ে গেছে, সেমিফাইনালে আপনারা পরাজিত হয়ে গেছেন। সেমিফাইনালের পরে ফাইনাল খেলতে পারবেন কি না সেই শঙ্কা আছে। আপনারা আসুন আর না আসুন, দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার দুপুরে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপনে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগামীকাল বায়তুল মোকাররম দক্ষিণ গেটে কৃষক লীগ মহাসমাবেশের ডাক দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করব কালকের সমাবেশকে লক্ষ করার জন্য, আসেন এবং দেখেন, চাইলে আপনাকে বক্তৃতারও সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন ভণ্ডুল করার অনেক অপচেষ্টা হচ্ছে, নির্বাচন ভণ্ডুল করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা হচ্ছে, যারা এই অপচেষ্টা চালাচ্ছে তারা ছাগলের তিন নম্বর বাচ্চা।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

অনুসরণ করুন