সারাদেশ

নির্মল কৃষ্ণ সাহার মৃত্যুতে খাদ্যমন্ত্রীর শোক প্রকাশ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ :০৮ এপ্রিল ২০২৪, ১১:৪১ পিএম

নির্মল কৃষ্ণ সাহার মৃত্যুতে খাদ্যমন্ত্রীর শোক প্রকাশ
ছবি: সংগৃহীত

নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পুজা উৎযাপন পরিষদের সভাপতি,বর্ষিয়ান রাজনীতিবিদ নির্মল কৃষ্ণ সাহা এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

মঙ্গলবার (৯ এপ্রিল) শোকবার্তায় সাধন চন্দ্র মজুমদার বলেন, নির্মল কৃষ্ণে সাহা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল রাজনীতির দক্ষ সংগঠক। দুর্দিনে দলের নেতা কর্মীদের পাশে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখা একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদকে হারালো।

শোকবার্তায় খাদ্যমন্ত্রী নির্মল কৃষ্ণের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য,নির্মল কৃষ্ণ আজ মঙ্গলবার সকাল ৮'৩০ টার দিকে ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন ধরে নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন।