শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

মমতার হাত ধরে নির্বাচনে যাচ্ছেন ক্রিকেটার ইউসুফ পাঠান

ছবি: সংগৃহীত

রাজনীতিতে নাম লেখালেন ভারতীয় সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস থেকে দেশটির জাতীয় নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তিনি।

আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ভারতীয় জাতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা নির্বাচন। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের বাহরামপুর আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন ইউসুফ। এরইমধ্যে প্রার্থীদেরর তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সে তালিকায় নাম রয়েছে পাঠানের।

কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। ৬ থেকে ৮ লক্ষ মানুষের সমাগমে সেখানে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ও তৃণমূ্ল কংগ্রেসের সেক্রেটারি অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে একটি র‌্যালি হয়।

কলকাতা ও পশ্চিমবঙ্গের সঙ্গে পাঠানের সম্পর্ক অত্যন্ত গভীর। কারণ, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেকগুলো আসর খেলেছেন। তিনি দলে থাকাকালীন দুইবার (২০১২ ও ২০১৪ সালে) আইপিএলের শিরোপাও জিতেছিল কলকাতা।

২০১৪ সালের আসরে আইপিএলে দারুণ একটি রেকর্ড করেছেন পাঠান। ওই আসরে আইপিলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি হাঁকানোর কীর্তি গড়েন এই অলরাউন্ডার। ওই ম্যাচে ১৫ বলে ফিফটি হাঁকান তিনি।

আসন্ন নির্বাচনে ইউসুফ পাঠান ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে তৃণমৃল কংগ্রেসের হয়ে নির্বাচনে যাচ্ছেন আরেক সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।

২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীতালিকা:

কোচবিহার- জগদীশচন্দ্র বাসুনিয়া
আলিপুরদুয়ার- প্রকাশ চিক বরাইক
জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়
দার্জিলিং- গোপাল লামা
রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী
বালুরঘাট- বিপ্লব মিত্র
মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
মালদা দক্ষিণ- শাহনাওয়াজ আমি রহমান
জঙ্গিপুর- খলিলুর রহমান
বহরমপুর- ইউসুফ পাঠান
মুর্শিদাবাদ- আবু তাহের খান
কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
রানাঘাট- মুকুটমণি অধিকারী
বনগাঁ- বিশ্বজিৎ দাস
ব্যারাকপুর- পার্থ ভৌমিক
দমদম- সৌগত রায়
বারাসত- ড. কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট- হাজি নুরুল ইসলাম
জয়নগর- প্রতিমা মণ্ডল
মথুরাপুর- বাপি হালদার
ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর- সায়নী ঘোষ
কলকাতা দক্ষিণ- মালা রায়
কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া- সাজদা আহমেদ
শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
আরামবাগ- মিতালি বাগ
তমলুক- দেবাংশু ভট্টাচার্য
কাঁথি- উত্তম বারিক
ঘাটাল- দীপক অধিকারী (দেব)
ঝাড়গ্রাম- কালীপদ সরেন
মেদিনীপুর- জুন মালিয়া
পুরুলিয়া- শান্তিরাম মাহাতো
বাঁকুড়া- অরূপ চক্রবর্তী
বিষ্ণুপুর- সুজাতা খাঁ
বর্ধমান পূর্ব- ড. শর্মিলা সরকার
বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ
আসানসোল- শত্রুঘ্ন সিন্হা
বোলপুর- অসিতকুমার মাল
বীরভূম- শতাব্দী রায়

 

Header Ad
Header Ad

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শ্রীনগর সদর বাজারে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের শতাধিক দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাজারের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি।

অগ্নিকাণ্ডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের কাপড় পট্টি, বানিয়া পট্টি, গুড় পট্টি, কলা পট্টি, নিমটি পট্টি, ডাল পট্টি ও মুরগি পট্টির দোকানগুলো। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের ব্যাপকতা দেখে পরে আরও পাঁচটি ইউনিট সেখানে যুক্ত হয়। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাত ২টার কিছু পর তারা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরপর ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, এক গলিতে আগুন নিয়ন্ত্রণে এলেও অন্য গলিতে তা নতুন করে ছড়িয়ে পড়ছিল। ফলে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে।

এই অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীরা তাদের জীবনের পুঁজি হারিয়ে ফেলেছেন। অনেকেরই গোডাউনে রাখা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী মোঃ হোসেন বলেন, “এক গলিতে আগুন নিভালেও আরেক গলিতে নতুন করে আগুন জ্বলে উঠছিল। ফায়ার সার্ভিস ও এলাকার মানুষের অক্লান্ত চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।”

প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষও ফায়ার সার্ভিসকে সহায়তা করেছেন আগুন নেভাতে।

তবে এখনো অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে। বাজার জুড়ে এখন কান্না, হতাশা আর আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। জীবনের পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

Header Ad
Header Ad

উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান

উড্ডয়নের সময় খুলে পড়ল বিমানের চাকা। ছবি: সংগৃহীত

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আকাশে ওঠার পর ভয়াবহ এক পরিস্থিতির মুখে পড়ে। উড্ডয়নের পরপরই বিমানটির একটি পেছনের চাকা খুলে নিচে পড়ে যায়। এতে ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশেই ঝুঁকির মুখে পড়ে বিজি ৪৩৬ ফ্লাইটটি।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ড্যাশ ৮-৪০০ মডেলের ফ্লাইটটি। তবে আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই পাইলট জরুরি বার্তা পাঠিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।

পাইলটের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয় ইমারজেন্সি সতর্কতা। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের ইউনিট ও বিমান বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টিম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, “উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে পড়ে গেছে। তবে পাইলট পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন এবং জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “বিমানটি নিরাপদে অবতরণের জন্য আকাশে অপেক্ষমাণ রয়েছে। আমাদের বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতেও একটি পেছনের চাকায় বিমান অবতরণ করানো সম্ভব।”

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি এখনও ঢাকার আকাশে চক্কর দিচ্ছে এবং কয়েক মুহূর্তের মধ্যেই জরুরি অবতরণ করতে পারে।

ভেতরে থাকা ৭১ যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি ঘিরে যাত্রীদের স্বজন ও বিমানবন্দরের আশপাশে থাকা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

Header Ad
Header Ad

গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে : মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করে বলেছেন, ‘আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে–এটি সত্য। অন্তর্বর্তী সরকারের গত আট মাসেও দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত।’

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ। এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে। তবে এসব শত্রুকে আমরা কেয়ার করি না।

নেতাকর্মীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, অনেকে ভাবছেন– এখন বিএনপির সুদিন। কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনও ক্ষমতায় আসেনি; ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশেই রয়েছেন। তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না।

তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন– তারেক রহমান দেশে আসেন না কেন? আমি তাদের বলব, তারেক রহমান অবশ্যই আসবেন। সময়মতো দেশে আসবেন। মাথায় রাখতে হবে– আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তাই তারেক রহমানকে ভেবেচিন্তে এগোতে হবে। তিনি বিদেশে বসেই বিএনপিকে অনেক শক্তিশালী করেছেন।

মির্জা আব্বাস বলেন, আমাদের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক করে সুবিধাভোগীরা চাঁদাবাজি-দখলবাজি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই চাঁদাবাজ-দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে।

এ বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না। বর্তমান সরকারের আমলেও একই অবস্থা। মিডিয়া সত্য বলতে পারছে না। সারাক্ষণ শুধু সরকারের গুণগান গাইছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশীদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান
গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে : মির্জা আব্বাস
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়
ছাত্র আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্বে কুবির দুই আওয়ামীপন্থী শিক্ষক
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
ইয়ামালের নৈপুণ্যে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত
বই ছাপার কাগজ কেনায় ৪০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ
আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় ম্যাচ বয়কটের দাবি ভারতীয়দের!
জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ
নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে: মির্জা আব্বাস
ডিসি পরিবর্তন করতে এনসিপি সংগঠক নাহিদের বিরুদ্ধে তদবিরের অভিযোগ!
রওশন এরশাদের পৈতৃক বাড়ি ‘সুন্দর মহলে’ হামলা-ভাঙচুর