শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে হারিয়ে তাদের বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। ৬০ রানে জয় লাভ করে সিরিজে ১-১ সমতা এনেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮৪ রান সংগ্রহ করে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৬৮ রানের ইনিংসের সাথে সোবহানা মোস্তারি এবং স্বর্ণা আক্তারের ২৩ ও ২১ রানের ইনিংসে বাংলাদেশ একটি শক্তপোক্ত সংগ্রহ দাঁড় করায়।

এরপর, উইন্ডিজদের লক্ষ্য ছিল ১৮৫ রান, তবে বাংলাদেশের বোলিং দলে দুর্দান্ত পারফরম্যান্স ছিল। পেসার মারুফা আক্তার ২টি এবং স্পিনার নাহিদা আখতার, রাবেয়া খান, ফাহিমা খাতুন ৭টি উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে অলআউট করে দেয়।

এটি ছিল বাংলাদেশের প্রথম ওয়ানডে জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজের শেষ ম্যাচে জয় লাভ করলে, বাংলাদেশের নারী দল প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করবে এবং সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে।

Header Ad
Header Ad

গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সীমান্তে গভীর রাতে বিপুলসংখ্যক মানুষকে বাংলাদেশে ঢোকানোর (পুশ-ইন) চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনগণের দৃঢ় অবস্থানের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিল বিএসএফের। তবে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং সম্ভাব্য পুশ-ইন প্রতিরোধে প্রস্তুতি গ্রহণ করেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে মসজিদে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত প্রচার চালানো হয়। এতে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী ও নোয়াবাদী গ্রামের শতাধিক বাসিন্দা রাতেই সীমান্তে জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। জনতার এই উপস্থিতি এবং বিজিবির কড়া অবস্থানে হতভম্ব হয়ে যায় বিএসএফ এবং তাদের সঙ্গে থাকা দলটি। শেষ পর্যন্ত সংঘর্ষের কোনো ঘটনা ছাড়াই তারা পিছু হটে।

সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া জানান, “রাতে বিজিবির কাছ থেকে তথ্য পেয়েই আমরা এলাকায় প্রচার করি। গ্রামের মানুষ দ্রুত সাড়া দেয়, তখনই বিএসএফ সরিয়ে নেয় তাদের লোকজন।”

আরেক ইউপি সদস্য মামুন চৌধুরী বলেন, “বিএসএফ একপ্রকার গোপনে পুশ-ইনের চেষ্টা করেছিল। স্থানীয়দের সচেতনতা ও বিজিবির সক্রিয়তা বড় বিপদ থেকে রক্ষা করেছে।”

বিজয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে প্রশাসন এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। স্থানীয়দের সম্পৃক্ততা এবং সচেতনতা একটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে সহায়ক হয়েছে।”

এই ঘটনার পর থেকে সীমান্তে টহল এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এলেও সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।

Header Ad
Header Ad

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন

১২০ টাকায় পুলিশে চাকরি। ছবি: ঢাকাপ্রকাশ

“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ জেলার ৩৬ জন তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকার সরকারি ফি জমা দিয়েই স্বপ্নের চাকরি পেলেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, শারীরিক যোগ্যতা, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৫ জন প্রার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় পাস করেন ৬৯ জন। পরে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। চূড়ান্ত যাচাই শেষে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

১২০ টাকায় পুলিশে চাকরি। ছবি: ঢাকাপ্রকাশ

ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতা অনুসরণ করা হয়েছে। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই যারা উত্তীর্ণ হয়েছে, তারা প্রকৃত অর্থেই গর্বিত হওয়ার মতো একটি অর্জন করেছে।”

তিনি উত্তীর্ণদের উদ্দেশে বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবে এই প্রত্যাশা করি।”

নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজসহ টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।

এদিকে নিয়োগ প্রক্রিয়ার সময় প্রতারণার অভিযোগে তিনজন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, এ চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চুক্তি করেছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে।

Header Ad
Header Ad

অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ

টিকটকার প্রিন্স মামুন ও লায়লা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও অনৈতিক কনটেন্ট ছড়িয়ে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে আঘাত হানার অভিযোগে জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং লায়লার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সিরাজুল ইসলাম।

নোটিশে বলা হয়েছে, মামুন ও লায়লার টিকটক, ইউটিউব এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও কনটেন্টগুলো অশ্লীল, নীতিবিরোধী এবং ধর্মীয় অনুভূতির পরিপন্থী। এগুলো সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং তরুণ প্রজন্মকে ভুল পথে পরিচালিত করছে বলে দাবি করা হয়েছে।

আইনি নোটিশে আরও বলা হয়, এই কনটেন্টগুলো দেশের প্রচলিত আইন ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী। সাধারণ জনগণের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে আবারও আলোচনায় আসেন মামুন। লাইভটি করেন লায়লার বাসায় ঢুকে। প্রায় ৩০ মিনিট দীর্ঘ সেই লাইভে লায়লার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। অভিযোগ করেন, লায়লা তার ব্যক্তিগত কিছু ভিডিও অনুমতি ছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এসময় লায়লার সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান মামুন, যা সরাসরি সম্প্রচারিত হয়।

লাইভে মামুন বলেন, “আমার নামে পাঁচটা মামলা দিয়ে আটকে রেখেছ। অন্য কারও সঙ্গে মিশতে দাও না। মোবাইল থেকে আমার ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দাও। আমার জীবন শেষ করে দিয়েছ।”

তিনি আরও অভিযোগ করেন, “লায়লা আমাকে হুমকি দিয়েছে, আইন ছাড়া আরও অনেক কিছু আছে যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দেবে। আমি জানি, লাইভে এসে নিজেকে বাঁচাতে পারব না, কিন্তু অন্তত সবাইকে সত্যটা বলতে চাই।”

উল্লেখ্য, ২০২৪ সালে লায়লা মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তারের পর মামুন কিছুদিন কারাভোগ করে জামিনে মুক্তি পান। জামিনের পর দুজনের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও তা বেশিদিন টেকেনি। বর্তমানে তারা ফের প্রকাশ্যে বিরোধে জড়িয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়
ছাত্র আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্বে কুবির দুই আওয়ামীপন্থী শিক্ষক
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
ইয়ামালের নৈপুণ্যে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত
বই ছাপার কাগজ কেনায় ৪০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ
আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় ম্যাচ বয়কটের দাবি ভারতীয়দের!
জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ
নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে: মির্জা আব্বাস
ডিসি পরিবর্তন করতে এনসিপি সংগঠক নাহিদের বিরুদ্ধে তদবিরের অভিযোগ!
রওশন এরশাদের পৈতৃক বাড়ি ‘সুন্দর মহলে’ হামলা-ভাঙচুর
প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
মাহফুজ জাতীয় ঐক্য ভেঙে ফেলার মাস্টারমাইন্ড : রাশেদ খাঁন
তদবির বাণিজ্য: এনসিপির সাবেক নেতা তানভীরসহ ৪ জনকে দুদকে তলব
বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার