বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০
Dhaka Prokash

‌লাইফ এক্সপেরিয়েন্স ক্যাম্প

দারুণ কোনো অভিজ্ঞতা মানুষের জীবনকে বদলে দিতে পারে, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তকে যেমন পরিবর্তন করে ফেলতে পারে তাকে। তেমনি এই অর্জনগুলো পরিণত করতে পারে মানুষকে ভিন্ন, অভিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পন্ন কোনো মানুষে। ভিন্ন কোনো ক্ষেত্রে অভিজ্ঞতা জীবন সম্পর্কেও নতুন করে ভাবতে শেখায়। তরুণ, তরুণীরা যেন তাদের জীবনকে ব্যাতিক্রমভাবে, সৃজনশীলতার মাঝে খুঁজে নিতে পারে, নিজেদেরকে আবিষ্কার করতে পারে নতুনভাবে, জীবনের নানা সব সুযোগ ও জীবনের বৈচিত্র্যময় দিকের সাথে পরিচিত হতে পারে এজন্য সব ভিন্ন, ভিন্ন অভিজ্ঞতার মিশেলে অনুষ্ঠিত হয়ে গেলো ‌‘লাইফ এক্সপেরিয়েন্স ক্যাম্প-২০২২’। ব্যতিক্রমী ধারণা ও অভিজ্ঞতাগুলো নিয়ে প্রথমবারের মতো ক্যাম্পটি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ‘গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং (জিসিএফআইএল)’, ‘ট্রাভেল বাংলাদেশ’ ও ‘ভলান্টিয়ার অপরচুনিটিস’। ট্রাভেল বাংলাদেশ আহসান রনির গড়া।

তাদের ভেন্যু ছিলো সাগরকন্যা কক্সবাজারে। গিয়েছেন হিমছড়ির ক্যাম্প ইন কক্স নামের একটি ন্যাচারাল রিসোর্টেও। ক্যাম্পে ছিল ভোরে মেডিটেশন, ওয়ার্মআপ, মেরিন ড্রাইভিং, সি বিচ উপভোগ, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ, আলোচনা, নানা খেলা, এক্টিভিটিজ, ক্যাম্পফায়ার।

৭ ও ৮ অক্টোবর দুদিনের আয়োজন। প্রথমদিন কক্সবাজারের ট্যুরিজম ও ট্রাভেল নিয়ে কথা বলেন কক্সবাজার সিটি কলেজের হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মইনুল হাসান পলাশ, হোটেল বিজনেস ও ট্যুরিজম নিয়ে কথা বলেন প্রাণ-আরএফএল গ্রুপের নাসির উদ্দিন, মিয়ানমারের দুর্গত মুসলিম সম্প্রদায়, এনজিওকর্ম শেয়ার করেন ইউএনএসসিআরের সাবেক কর্মকর্তা ফারহানা জাহান ও হল্যান্ডভিত্তিক এমএসফের অপারেশন্স কর্মকর্তা মমতাজ পারভীন।

এই দিন সন্ধ্যায় বঙ্গোপসাগরের তীরে সূর্যাস্ত উপভোগ ও আড্ডা। রাতে ডিনার। শেষ সেশন। তারপর ক্যাম্পফায়ার। সেশনে অংশগ্রহণকারীরা নিজ, নিজ জীবনের অভিজ্ঞতা আলোচনা করেছেন। তাদের সঙ্গে ছিলেন এনজিও পালসের কর্মকর্তা অমিত তুষার। সেশন শেষে রাতযাপন তাঁবুতে।

ভোরে সমুদ্রের গর্জনে ঘুম ভাঙল আমাদের সকলের। পরিকল্পনা ছিলো মেডিটেশন, ওয়ার্মআপ, মেরিন ড্রাইভে রানিং। বাংলা চ্যানেল বিজয়ী সাঁতারু শুভ্র মাহমুদ কামালের নেতৃত্বে শুরু হয়ে যায় কাজ। প্রথমে হালকা ওয়ার্মআপ এরপর তার নেতৃত্বে ম্যারাথন রানিং। নারী-পুরুষ-শিশু সবাইর রানিং ছিল দারুণ আনন্দময়। দৌড় শেষে রেজুখালে গিয়ে সমুদ্রের সঙ্গে মিতালী। আবার ফেরা ক্যাম্পে। তারপর আড্ডা।

দুপুর ১২টা থেকে ক্যাম্পিংয়ের ওপর প্রশিক্ষণ। মেন্টর ছিলেন ক্যাক্স ক্যাম্পিং ইন এর ইনচার্জ শাওন সুজন। পাহাড়, সমতল ও সমুদ্রে ক্যাম্পিং এর নিয়ম-কানুনসহ যাবতীয় বিষয়ে এই সেশনে এক্টিভিটিজের মাধ্যমে শেখান তিনি। দ্বিতীয় সেশন ছিলো টিম বিল্ডিং ও নেটওয়ার্কিং। পরিচালনা করেন হেল্প দ্য ফিউচারের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ খালেদ। উপভোগ্য দুটি সেশন শেষ করতে, করতে দুপুরের খাবারের সময় ঘনিয়ে এলো। খেয়েদেয়ে দেখতে, দেখতে লাইফ এক্সপেরিয়েন্স ক্যাম্পের সমাপনী সেশনের সময় চলে এলো। বিকাল তিনটায়। কক্সবাজারের তারুণ্য, আইনশৃঙ্খলা, সংকট, সম্ভাবনা বিষয়ে সেশন। অতিথি ও প্যানেলিস্ট সহকারী পুলিশ সুপার (চকরিয়া) ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তফিকুল আলম। বিশ্ববিদ্যালয় জীবন থেকে কর্মজীবনে, কক্সবাজারের আইনশৃঙ্খলা ও তরুণ নেতৃত্ব তাদের কাজ প্রভৃতি বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ছিল ‘বেস্ট ক্যাম্পার অ্যাওয়ার্ড’ ও ‘সার্টিফিকেট বিতরণ’। পুরো ক্যাম্পে বেস্ট পারফরম্যান্সের ওপর বেস্ট ক্যাম্পার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। হয়েছেন নাভানা আফরোজ, সুকান্ত দে, ও নবমের ছাত্রী অহি।

ট্রাভেল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিখ্যাত ছাত্র আহসান রনি সঞ্চালনা করেছেন ক্যাম্প সমাপনী। ধন্যবাদ জ্ঞাপন করেছেন লাইফ এক্সপেরিয়েন্স ক্যাম্পের ডিরেক্টর ও গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিংয়ের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আমি সাইফুল্লাহ সাদেক। আমরা বলেছি, নিজেকে নতুন, নতুন দিক ও জীবনের অভিজ্ঞতায় সম্পৃক্ত করার এমন ক্যাম্পের উদ্যোগ যেন সবসময় অব্যাহত থাকে এই প্রত্যাশা।

লেখা ও ছবি : সাইফুল্লাহ সাদেক।

ওএফএস।

আজকের ইফতারের সময় (ঢাকা)

0

ঘণ্টা

0

মিনিট

0

সেকেন্ড

শিগগিরই ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবি যৌক্তিক। খুব শিগগিরই তাদের এ সমস্যার সমাধান করা হবে।

বুধবার (২৭ মার্চ) রাতে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়ে বলেন, তাদের এটা খুবই যৌক্তিক দাবি। সুতরাং পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়াতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সমস্যাটা শোনার পর থেকে সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যত দ্রুত সম্ভব এটি সমাধান করতে চাই। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। তাই, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবো।

দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে দাবিটি প্রসঙ্গে জেনেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি এলাম মাত্র দুই মাস। এসেই সংকটের বিষয়টি জানতে পারলাম। এর আগে জানতাম না। এ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি মাত্র তিনদিন। এ নিয়ে আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

ভাতা বাড়ানোসহ চার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বিষয়টির সুরাহায় আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আমন্ত্রণ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি।

রেলমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয় সংলগ্ন রেলভবনে রেলমন্ত্রীর সভাকক্ষে তিনি সাক্ষাৎ করেন।

এ সময় ভারতের সহায়তায় বাস্তবায়নাধীন বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্প কাজের অগ্রগতি নিয়ে অলোচনা হয়।

বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে ৫টি রেল সংযোগ চালু আছে। এগুলো হলো: বেনাপোল (বাংলাদেশ)-পেট্রাপোল (ভারত), দর্শনা (বাংলাদেশ)-গেদে (ভারত), রহনপুর (বাংলাদেশ)-সিংহাবাদ (ভারত), বিরল (বাংলাদেশ)-রাধিকাপুর (ভারত) ও চিলাহাটি (বাংলাদেশ)-হলদিবাড়ি (ভারত)।

একনেকে ৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৪২৫ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। এতে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান।

অনুমোদন হওয়া প্রকল্পগুলো হলো- মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণ, বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ (১ম সংশোধিত), কাশিনাথপুর-দাশুরিয়া-নাটোর-রাজশাহী-নবাবগঞ্জ-কানসাট-সোনামসজিদ-বালিয়াদিঘী বর্ডার (এন-০৬) জাতীয় মহাসড়ক যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ (নবাবগঞ্জ অংশ), বিদ্যমান সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়), ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারজি ডেভলপমেন্ট কর্পোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট প্রকল্প, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাগুলোর পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (৩য় পর্যায়), ৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন স্বাস্থ্য সেবা বিভাগ (১ম সংশোধিত) ইত্যাদি।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪২৫ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৯৩৯ কোটি ৮৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ৪৮৫ কোটি ৬৪ লাখ টাকা।

২০২৬ সালে এলডিসি উত্তোরণ-পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, অল্প ব্যয় করলে যে প্রকল্পগুলো শেষ করা যাবে সেগুলো দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ কাজ শেষ করার নির্দেশের পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখাতে ও সোলার ব্যবস্থা রাখারও পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

শিগগিরই ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
রেলমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একনেকে ৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়িতে কাঁথাও বানায় না: রিজভী
ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
বিশ্বকাপ না জিতলে আমি হয়তো জাতীয় দল ছেড়ে দিতাম: মেসি
জিম্মি নাবিকদের উদ্ধারে অনেক দূর এগিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
কারওয়ান বাজার স্থানান্তরপ্রক্রিয়া শুরু
বিরামপুরে জমজ সন্তানের একজন জন্ম নিলো এক পা নিয়ে
দায়িত্ব নিয়েই বিএসএমএমইউ উপাচার্য বললেন ‘দুর্নীতি করবো না, প্রশ্রয়ও দেব না’
ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ নিহত ৩
এপ্রিলে ঢাকায় আসছেন কাতারের আমির
টাকার বিছানায় ঘুমিয়ে ভাইরাল নেতা
অ্যানেসথেসিয়া ব্যবহারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
দ্রুত ভিসা দিতে নতুন যেসব নির্দেশনা দিলো ইতা‌লি দূতাবাস
যুদ্ধবিরতি প্রস্তাব উপেক্ষা ইসরায়েলের, গাজায় প্রাণহানি বেড়ে প্রায় ৩২৫০০
কুড়িগ্রামের পথে ভুটানের রাজা
বাংলাদেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত থাকবে : ম্যাথিউ মিলার
আজ ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল
আজ ঐতিহাসিক ‘বদর’ দিবস