
গ্লোবাল চেঞ্জমেকার পদক পেলেন কাজী আসমা
০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩১ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১১:৫৯ পিএম

একক পর্যটক হিসেবে ১৪২ দেশে ভ্রমণ করে বিশ্ব রেকর্ড গড়েছেন কাজী আসমা আজমেরী। এরই স্বীকৃতিস্বরূপ গ্লোবাল চেঞ্জমেকার পদক পেলেন তিনি।
সম্প্রতি Global Change-maker Summit and Awards ২০২৩, প্রথমবার ঢাকায় অনুষ্ঠিত হয়। ভারত বাংলাদেশ নেপালসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেয়।
সম্মেলনে কাজী আসমাকে Global Change-maker Awards প্রদান করে। সম্মেলনের একটি পর্বে কাজী আসমার ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
তথ্যচিত্রে কাজী আসমার বিশ্বের ১৪২ টি দেশে ভ্রমণ এবং change maker হিসেবে যেসব কাজ করেছে তার বর্ণনা দেওয়া হয়। সম্মেলনের আয়োজন করে এইচ অ্যান্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
এমএমএ/