
কুষ্টিয়ায় ‘সুব্রত সেনগুপ্ত’র প্রদর্শনী সোমবার
১৫ জানুয়ারি ২০২৩, ০৯:৩৫ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩, ০৩:২৩ পিএম

সেলিম মোরশেদ রচিত ‘সুব্রত সেনগুপ্ত’ গল্প অবলম্বনে তারেক মাসুদের চিত্রনাট্যে তরুণ নির্মাতা আবীর ফেরদৌস মুখর নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুব্রত সেনগুপ্ত’।
সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
নব্বই দশকের শেষের দিকে উপমহাদেশে যখন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তন চলতে থাকে তখন সেই অস্থিতিশীল সময়ে বেড়ে উঠা এক নাম সুব্রত সেনগুপ্ত। সেই সুব্রত সেনগুপ্তের জীবনের বিভিন্ন খণ্ডাংশ নিয়েই নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
এসজি