শিল্প-সংস্কৃতি

টুটুলের শেষ চলচ্চিত্র ‘কালবেলা’র উদ্বোধনী প্রদর্শনী


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :০৭ ডিসেম্বর ২০২১, ১০:৪১ এএম

টুটুলের শেষ চলচ্চিত্র ‘কালবেলা’র উদ্বোধনী প্রদর্শনী

প্রয়াত মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সম্পাদক সাইদুল আনাম টুটুলের সর্বশেষ নির্মাণ মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘কালবেলা’র প্রদর্শনী শুরু হচ্ছে। চলচ্চিত্রটি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এবং প্রযোজনা সংস্থা আকার-এর ব্যানারে নির্মিত।


‘কালবেলা’ একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে একজন নারীর সংগ্রামের গল্প। এই চলচ্চিত্রে ফুটে উঠেছে সেই সময়ে সাধারণ মানুষের আশ্রয়ের সন্ধানে অনিশ্চিত যাত্রা, পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের নির্মম নৃশংসতা এবং যুদ্ধকালীন সামজিক অস্থিরতা।


মুক্তিযুদ্ধ জাদুঘর এবং আকার-এর যৌথ আয়োজনে বুধবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘কালবেলা’ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।


সাইদুল আনাম টুটুল ১৮ই ডিসেম্বর ২০১৮ ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এপি/