
ক্যারিয়ার
বুয়েট আইকিউএসসিতে অ্যাকাউন্টস অফিসার নেবে

বিশ্ববিদ্যালয়ের নাম : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
নিয়োগ দেওয়া হবে : ইনস্টিটিউশাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)তে ‘ইমপ্লিমেন্টেশন অব আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম অ্যান্ড এক্সানার্ল অ্যাক্রিডিটেশন অব আন্ডারগ্রাজুয়েট প্রগ্রাম অব বুয়েট’ প্রকল্পে।
নিয়োগের ধরণ : জরুরীভিত্তিতে, এক বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে।
পদের নাম : অ্যাকাউন্টস অফিসার।
আবেদন করবেন : যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা।
পদের সংখ্যা : একটি।
বেতন : কনসুলেটেড স্যালারি মাসে ৩০ হাজার টাকা।
সুবিধা : বুয়েটে বিদ্যমান পদের বিপরীতে সুবিধাগুলো প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা : যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনের যেকোনো বিভাগ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি।
কর্মযোগ্যতা : যেকোনো প্রতিষ্ঠানের হিসাব বিভাগে অন্তত এক বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : নিজের হাতে একটি সাদা কাগজে নিজের নাম, পিতা, মাতা, স্বামী (বিবাহিত নারী হলে), স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল, মেইল, সকল শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষাজীবনের অর্জন বা অভিজ্ঞতা, কর্মঅভিজ্ঞতা, সকল কর্মযোগ্যতা ও অর্জনের সত্যায়িত সাটিফিকেট, জাতীয়তা, জন্ম তারিখ, এনআইডি নম্বর, সত্যায়িত এনআইডি ফটোকপি, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। আবেদনের কোথাও ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
আবেদন করবেন : ফেরত খামে আবেদন করতে হবে। খাম নিজের হাতে বা ডাকে পৌছাতে হবে পরিচালক আইকিউএসসি, পরীক্ষা নিয়ন্ত্রক ভবন, বুয়েট, ঢাকা-১০০০ এই ঠিকানায়। খামের ওপর নাম, পদ, মোবাইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২২ অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। রেজিস্ট্রার অফিসের আইকিউএসসি শাখায় যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন।
ওএফএস।