ক্যারিয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয় দুজন ডিসটিংগুইশড প্রফেসর নিয়োগ করবে


ফিচার ডেস্ক
প্রকাশ :২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৭ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয় দুজন ডিসটিংগুইশড প্রফেসর নিয়োগ করবে

বিশ্ববিদ্যালয়ের নাম : জাতীয় বিশ্ববিদ্যালয়।

ঠিকানা : গাজীপুর, ঢাকা-১৭০৪।

১. পদের নাম : ডিসটিংগুইশড প্রফেসর।

নিয়োগ দেওয়া হবে : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে।

পদের সংখ্যা : দুটি।

নিয়োগের ধরণ : চুক্তিভিত্তিক।

আবেদন করবেন : জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।

আবেদনের সময়সীমা : ২৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৪ অক্টোবর, ২০২২ অফিস সময়ের মধ্যে।

নিয়োগের শর্ত ও আবেদন ফরম : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://nu.ac.bd/notice-career-opportunities.php?p=12296-এ আবেদন ফরম প্রদান করা হবে।

প্রয়োজনে যোগাযোগ : মোল্লা মাহফুজ আল-হোসাইন, রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রশাসনিক ভবন। ফোন : +৮৮০-২-৯২৯১০১৮, +৮৮০-২-৯২৯১০৫৫ থেকে ৬৪ (অটো হান্টিং)। ইমেইল : register@nu.edu.bd. জনসংযোগ বিভাগ-০২- ৯৯৬৬৯১৫৩৬।

সূত্র : ইত্তেফাক, পৃষ্ঠা ১৫, ২৩ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২২।

ওএফএস।