রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

২০ মার্চ ২০২৩, ১১:৫৭ এএম | আপডেট: ০৫ জুন ২০২৩, ০৪:৩৭ পিএম


রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়।

সোমবার (২০ মার্চ) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (১৯ মার্চ) রাতে মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন জন হলেন— বিপ্লব (২৬), আলী হোসেন (৩৫) এবং জুয়েল (২৬)।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার তিন জন চিহ্নিত ছিনতাইকারী। তারা রাতে নির্জন কোনো স্থানে অবস্থান করেন। এরপর একা কোনো পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার বিপ্লবের বিরুদ্ধে তিনটি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কেএম/আরএ/


বিভাগ : অপরাধ

বিষয় : রাজধানী , ছিনতাই