মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

অনলাইনে জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযানে পুলিশ

অনলাইন জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযানে যাবে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের দাবি, অনলাইনে জুয়ার মাধ্যমে অর্থ চলে যায় দেশের বাইরে। যার কারণে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশের স্বার্থে তারা এসব অপরাধের সাথে সম্পৃক্তদের হুঁশিয়ারি করেছেন।

গোয়েন্দা পুলিশ বলেছেন, "যারা এখনও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আছেন আপনারা যদি এ খেলা ছেড়ে না দেন তাহলে আপনাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।"

এদিকে, জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ পেশা ছেড়ে অন্য পেশায় আসার আহ্বান জানিয়ে পুলিশ বলছে, অন্যথায় এ কাজে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিণতি ভয়াবহ হবে।

এ বিষয়টি নিয়ে সচেতন মহল মনে করছেন, যারা অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত তারা একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের সদস্যরা খুবই স্মার্ট এবং বিভিন্ন কৌশলে কাজ করে থাকে। তারা মনে করেন, অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীর উচিত সারাদেশে যারা জুয়ার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

বিশ্লেষকেরা মনে করেন, যেহেতু অনলাইনে জুয়া পরিচালনাকারী এজেন্ট ও মাস্টার চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ, এ অভিযান চলমান থাকলে অপরাধীরা ভয়ে থাকবে এবং এসব অপরাধ থেকে ফিরে আসতে পারে। তবে, এর জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও পুলিশের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

সম্প্রতি রাজধানীর খিলক্ষেত এলাকায় বিশেষ এক অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ অনলাইনে জুয়া (বেটিং) পরিচালনাকারী বাংলাদেশের দুই মাস্টার এজেন্টসহ ৩ জনকে গ্রেপ্তার করে। ওই চক্রকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া পরিচালনাকারীদের মাধ্যমে অর্থ চলে যায় দেশের বাইরে। এ অভিযোগের ভিত্তিতে তাদের আইনের আওতায় আনা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে জুয়াড়িদের উদ্দেশ্যে এসব সতর্ক বার্তা দেওয়া হয়।

জানা যায়, জুয়াড়িরা এসব কাজে অবৈধ অর্থের আদান-প্রদান মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে করে থাকে। এরা ভুয়া ফেসবুক আইডি ও বিদেশি নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ খুলে বেটিং সাইডগুলো পরিচালনা করে ও গ্রাহকদের সাথে যোগাযোগ করে থাকে। রাশিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে এ সাইটগুলোর ডোমেইন ব্যবহৃত হয়। এসব ব্যাংক একাউন্ট এবং মোবাইল ব্যাংক একাউন্টগুলোতে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা লেনদেন হয়েছে। সারাদেশে এর সংখ্যা অনেক। সবকিছু গোয়েন্দা নজরদারিতে আনা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, অনলাইনে জুয়া খেলা এটি সাধারণত ভিন্ন কৌশল। মানুষ বিভিন্নভাবে লোভে পড়ে এসব অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে। তবে করোনাকালে এর সংখ্যা বেড়ে গেছে। এই জোয়ার কৌশলে পড়ে অসংখ্য মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অপরাধ দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রয়োজন। জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিলে এসব অপরাধ অনেকটা কমে আসবে।

এ বিষয়ে ডিবি পুলিশের প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, এ চক্রের সদস্যরা ৮ থেকে ১০ লাখ টাকায় লোকাল এজেন্ট নিয়োগ দেয়। এসব লোকাল এজেন্ট বেটিংয়ে অংশগ্রহণকারীর কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে প্রতিটি পিবিউ ১৫০ টাকা নিয়ে বিক্রি করে থাকে। এই কাজে অবৈধ অর্থের আদান-প্রদান মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে করা হয়।

ডিবির প্রধান বলেন, অনলাইন জুয়া একটা নেশার মতো, এখানে একবার ঢুকলে সে নিঃস্ব হয়ে পড়ে।

তিনি বলেন, বিটিআরসি এর অনেক সাইট বন্ধ করে দিয়েছে। কিন্তু কেউ কেউ প্রক্সি সার্ভার ব্যবহার করে এগুলো পরিচালনা করছে। আমাদের পুলিশের মনিটরিং বাড়ানো হয়েছে। সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

অনলাইন জুয়া পরিচালনাকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা এখনো অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত আছেন আপনারা যদি এ খেলা ছেড়ে‌ না দেন তাহলে আপনাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

কেএম/এএস

Header Ad
Header Ad

স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন, রাশিয়ায় সব বিমানবন্দর বন্ধ

ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এনিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল মস্কো।

এই হামলায় ফলে এদিকে সর্বশেষ হামলার পর মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কো টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর—ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি—অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে, কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেন অবশ্য এখনো মস্কোতে এই হামলার প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় দুই কিশোর আহত হয়েছেন এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলের তিওতকিনো গ্রামের কাছে রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটে সফলভাবে হামলা চালিয়েছে। এই অভিযানে রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে ইউক্রেন দাবি করেছে।

রাশিয়ার সামরিক ব্লগাররা জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে। তারা মাইনফিল্ড অতিক্রম করে সাঁজোয়া যান নিয়ে রুশ প্রতিরক্ষা অবস্থানে হামলা চালিয়েছে। এই সময় রুশ বাহিনী ব্রিজ উড়িয়ে দিয়ে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করে।

এই হামলার পর, ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ দুটি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপটি রাশিয়ার সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেন গত বছরের আগস্টে কুরস্ক অঞ্চলে একটি চমকপ্রদ অভিযান চালিয়ে কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয়। তবে, রাশিয়া পরে দাবি করে যে তারা পুরো অঞ্চলটি পুনরুদ্ধার করেছে। যদিও ইউক্রেন দাবি করছে, তাদের সেনাবাহিনী এখনো কুরস্ক অঞ্চলে সক্রিয় রয়েছে।

 

Header Ad
Header Ad

দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ৭ নির্দেশনা

ছবি: সংগৃহীত

লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এ উপলক্ষে অভ্যর্থনাকারী সাংবাদিকদের গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ মে) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে গুলশানের নিজ বাসভবনে যাবেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) লগো।ছবি: সংগৃহীত

এজন্য গুলশান-বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও আগত অভ্যর্থনাকারীদের গাড়ি পার্কিং করার জন্য কিছু নির্দেশনাবলী দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো—

১) এয়ারপোর্টে আগত সব সাংবাদিকদের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিংয়ে রাখার জন্য অনুরোধ করা হলো।

২) এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজের খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৩) গুলশানে আগত সব সাংবাদিকদের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশপাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৪) গুলশানে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশ পাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।

৫) উল্লেখিত নির্ধারিত জায়গা ছাড়া মহাসড়ক বা অন্য কোনো জায়গায় গাড়ি পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

৬) গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

৭) মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

 

Header Ad
Header Ad

ভারত সফরে আসছেন পুতিন, ফোনে জানালেন মোদিকে

ছবি: সংগৃহীত

ভারত সফরের আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৫ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করেছে।

এক্সে দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পুতিন বলেন— রাশিয়া সবসময় ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে থাকবে। এসময় উভয় নেতা ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান এবং ভারত সফরের আমন্ত্রণ জানান। পুতিন ফোনেই সেই আমন্ত্রণ গ্রহণ করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকেও একই তথ্য জানিয়ে বলা হয়, পুতিন মোদির আমন্ত্রণ আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং শিগগির নয়াদিল্লি সফরে আসবেন।

এর আগে ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যেটিকে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিতসহ একাধিক পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশ ও স্থলসীমা বন্ধসহ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।

সৃষ্ট উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দুই দেশের মধ্যে সমঝোতার আশায় কূটনৈতিক উদ্যোগের কথা বলেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন, রাশিয়ায় সব বিমানবন্দর বন্ধ
দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ৭ নির্দেশনা
ভারত সফরে আসছেন পুতিন, ফোনে জানালেন মোদিকে
শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা নয়: ইরান
মাকে বিদায় জানালেন তারেক রহমান
বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করল দশম শ্রেণির এক ছাত্র
১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান
মঙ্গলবার এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের অনুমতি
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
বিরামপুরে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
ফেনীতে নারীর নাকে খত দেওয়ানো কাণ্ডে বিএনপি নেতা দেলুকে দল থেকে অব্যাহতি
এ বছর নজরুল পুরস্কার পাচ্ছেন যে ৪ গুণীজন
রাজধানীতে অটোরিকশায় চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু
সাবেক বিসিবি সভাপতি পাপনের বিরুদ্ধে দুদকের ২ মামলা
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে  কিশোরের মৃত্যু
পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯, আহত ৬০’র বেশি
স্কাইপ যুগের সমাপ্তি, বন্ধ আজ থেকেই
ইতালির শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য নতুন দুয়ার, সই হচ্ছে সমঝোতা স্মারক
আইপিএল বিস্ময় বৈভবকে প্রশংসায় ভাসালেন মোদি (ভিডিও)