
অর্থনীতি
আদানির সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ

ভারতের আদানি পাওয়ারের কাছে আর কোনো বকেয়া নেই—সরকার পুরো পাওনা মিটিয়ে দিয়েছে। গত জুন মাসে এককালীন ৪৩৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৫ হাজার কোটি টাকা) পরিশোধ করেছে বাংলাদেশ, যা প্রতিষ্ঠানটির পাওনার পুরো হিসাব চুকিয়ে দিয়েছে।
এই অর্থের মধ্যে আগের বকেয়া বিদ্যুৎ বিল, সঞ্চালন খরচ এবং চুক্তিসংক্রান্ত যাবতীয় বকেয়া অন্তর্ভুক্ত ছিল। ফলে এখন আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের আর কোনো দেনা নেই।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, এই অর্থ পরিশোধের ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ইতিমধ্যে আদানিকে অনুরোধ করেছে যেন ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত কেন্দ্রের দুটি ইউনিট থেকে নিরবচ্ছিন্নভাবে নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়।
এদিকে এনডিটিভি জানিয়েছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশ ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে কিস্তিতে পরিশোধ করে আসছিল। অবশেষে জুনে সব একসঙ্গে পরিশোধ করা হয়, যা ছিল এককালীন সর্বোচ্চ অর্থ পরিশোধ।
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে বাংলাদেশ। ২৫ বছরের এই চুক্তির আওতায় গড্ডায় কয়লাভিত্তিক ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলে আদানি। এর দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল বাংলাদেশে।
তবে রাজনৈতিক অস্থিরতা ও বকেয়া বিল নিয়ে জটিলতার কারণে গত বছরের ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয় আদানি। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তও হয়। এমনকি হাইকোর্টও নির্দেশ দেয় চুক্তি পুনর্মূল্যায়নের। পরে সে অনুসন্ধানেও কোনো অনিয়মের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে এনডিটিভি।
সবকিছু মিটিয়ে দেওয়ার ফলে আশা করা হচ্ছে, আদানি পাওয়ারের ক্রেডিট রেটিংও উন্নীত হয়ে 'এএ' থেকে 'এএ+' তে উন্নীত হতে পারে বলে মনে করছেন ঋণদাতারা।