বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ | ২৯ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এইচএসসির ফল প্রস্তুত, বাতিল পরীক্ষার নম্বর নির্ধারণ এসএসসি ফলাফলের ভিত্তিতে

ছবি: সংগৃহীত

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কিছু বিষয়ের পরীক্ষা নেওয়া হলেও, বেশ কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া পরীক্ষাগুলোর নম্বর এসএসসির ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এই পদ্ধতিতে ইতিমধ্যে ফলাফল তৈরি করে ফেলেছে শিক্ষা বোর্ডগুলো। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় একযোগে সব বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, যেসব বিষয়ের নাম এসএসসি ও এইচএসসিতে একই, সেগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীরা এসএসসিতে পাওয়া নম্বরই এইচএসসিতে পেয়েছেন। তবে যদি বিষয়ের মিল না থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং নীতিমালা অনুসরণ করা হয়েছে।

দুটি পদ্ধতিতে ফল প্রস্তুত: ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, আমরা বাতিল পরীক্ষার ফল দুটি পদ্ধতিতে প্রস্তুত করেছি। প্রথমত, সরল পদ্ধতি অনুসরণ করে- যদি এসএসসিতে কোনো বিষয়ে প্রাপ্ত নম্বর থাকে এবং এইচএসসিতে সেই একই নামের বিষয় থাকে, তবে সেই নম্বরই শিক্ষার্থীরা পেয়েছেন। দ্বিতীয়ত, সাবজেক্ট ম্যাপিং নীতিমালার মাধ্যমে এসএসসি ও এইচএসসিতে ভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ফল নির্ধারণ করা হয়েছে।

সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি: যদি কোনো শিক্ষার্থী এসএসসিতে বিজ্ঞান বিভাগে থাকে এবং এইচএসসিতে মানবিক বা বাণিজ্য বিভাগে চলে আসে, তবে সেই শিক্ষার্থীর এসএসসিতে প্রাপ্ত বিষয় অনুযায়ী ফলাফল ম্যাপিং করা হয়েছে। যেমন- এসএসসিতে পদার্থবিজ্ঞানে ৮৫ নম্বর পাওয়া শিক্ষার্থীকে এইচএসসিতে মানবিক বিভাগে পৌরনীতিতে সেই নম্বর দেওয়া হবে। একইভাবে উচ্চতর গণিতে প্রাপ্ত নম্বর হিসাববিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয়ে ম্যাপ করা হয়েছে।

প্রথা ভেঙে ভিন্নভাবে ফল প্রকাশ: এবারের ফল প্রকাশে কোনো ধরনের আনুষ্ঠানিকতা থাকছে না। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা স্ব-স্ব বোর্ড থেকে সরাসরি ফলাফল ঘোষণা করবেন। কোনো ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বা মন্ত্রী ফল প্রকাশের আনুষ্ঠানিকতা করবেন না। বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে।

যেভাবে অনলাইনে ফল জানা যাবে: ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীরা অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন। এছাড়া মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এ বছর মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

Header Ad

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ড. ইউনূসের বৈঠক

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ড. ইউনূসের বৈঠক। ছবি: সংগৃহীত

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাতে দুদেশের শ্রম ইস্যু, বিদেশি বিনিয়োগ ও অবৈধ অভিবাসন নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনাকালে ড. ইউনূস সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, শ্রম ইস্যুটি আমাদের শীর্ষ অগ্রাধিকারের একটি। আমরা সব শ্রম সমস্যা সমাধান করতে চাই।

বিষয়টি নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন থেরেসা মে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের সাথে মানবপাচার ও অভিবাসন নিয়েও আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বৈধভাবে বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসন বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এটি ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত অভিবাসন কমিয়ে দেবে এবং মানবপাচারের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করবে।

বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ'-এর একটি কপি থেরেসা মে-কে উপহার দেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম এনামুল হকও বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিনের স্ত্রী লু অ্যালকমিনের।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ব্রাজিলের ‘সেকেন্ড লেডি’ এসময় ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ীর ওপর তার লেখা একটি বই হস্তান্তর করেন।

বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন অধ্যাপক ইউনূস।

Header Ad

উদ্বোধন হলো বেনাপোলের কার্গো ইয়ার্ড টার্মিনাল: বাড়বে বাণিজ্য, কমবে যানজট

ছবি : ঢাকাপ্রকাশ

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে যানজট কমাতে ও বন্দরের কার্যক্রমের সক্ষমতা বাড়াতে নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নৌ-পরিবহন মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন এই টার্মিনালের উদ্বোধন করেন এবং বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “ভারত থেকে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাকগুলো এ কার্গো ইয়ার্ডে রাখা হবে। একই সঙ্গে, রপ্তানি উদ্দেশ্যে ভারতে পাঠানোর জন্য বাংলাদেশি পণ্য বোঝাই ট্রাকগুলোকেও এ ইয়ার্ডে রাখা হবে। তবে রপ্তানি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশি ট্রাকগুলো অগ্রাধিকার পাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বেনাপোল বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের কমিশনার মোঃ কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রাজীব হাসান, শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ফারিয়া, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদার ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ।

পরবর্তীতে বন্দর অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবহারকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান জানান, “প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০টি ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে বেনাপোলে প্রবেশ করে, এবং ১৫০ থেকে ২০০টি ট্রাক বাংলাদেশি পণ্য নিয়ে ভারতে যায়। নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় বেনাপোলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। নতুন কার্গো ইয়ার্ড চালুর ফলে একসঙ্গে ১,২০০ থেকে ১,৫০০ পণ্যবাহী ট্রাক রাখা সম্ভব হবে। এতে দীর্ঘদিনের যানজটের সমস্যা সমাধান হবে, সীমান্ত বাণিজ্য বাড়বে এবং রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।”

এই কার্গো ইয়ার্ড টার্মিনাল নির্মাণে ৩২৯ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলি।

Header Ad

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর বাজার তদারকি অভিযান, জরিমানা আদায়

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর বাজার তদারকি অভিযান। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের নেতৃত্বে যৌথ বাহিনী বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৩ নভেম্বর) জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় সদর উপজেলার আলুকদিয়া ও ভালাইপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সার-কীটনাশক, বীজ, সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়েছে।

এ সময় আলুকদিয়া এলাকায় মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামক সার ডিলার প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় করা অর্থাৎ ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০,৫১ ও ৫৫ ধারায় ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ টেম্পারিং কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

পরবর্তীতে ভালাইপুর এলাকায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স দিশা এগ্রো ট্রেডিং এ তদারকিতে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো: সাদিকুর রহমানকে ৪০ ধারায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ২,৫০,০০০/- (দুই লাখ পঞ্চাশ) টাকা জরিমানা করা হয়। বুধবার বেলা ১টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।

পরবর্তীতে সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি।

আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।

ভোক্তা অধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ড. ইউনূসের বৈঠক
উদ্বোধন হলো বেনাপোলের কার্গো ইয়ার্ড টার্মিনাল: বাড়বে বাণিজ্য, কমবে যানজট
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর বাজার তদারকি অভিযান, জরিমানা আদায়
ব্রিকসে অংশীদার হওয়ার প্রস্তাব পেল তুরস্ক
জনস্বার্থে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার নির্দেশ
ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে: সালাহউদ্দিন
তারল্য সংকট মেটাতে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা পেল দুর্বল সাত ব্যাংক
নতুন রূপে আসছে র‍্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক
সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি ড. ইউনূসের
হাজি সেলিমের ছেলে সোলায়মান গ্রেপ্তার
ইসরায়েলি বর্বর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত
৯ দাবি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
‘সব শালারা বাটপার’ স্লোগান কি নাহিদকে ইঙ্গিত করে, যা বলছেন জবি শিক্ষার্থীরা
সংবিধানে গণভোট পুনঃপ্রবর্তনের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল
জেনেভায় আইন উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় লেবার কাউন্সেলর দেশে ফেরত, চাকরিচ্যুত লোকাল স্টাফ
লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ৭ ইসরাইলি সেনা নিহত
১ দফা নিয়ে কারা আমতা-আমতা করেছিল, জানালেন নুর
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যোগদান না করে ফিরে গেলেন বিভাগীয় প্রধান
এসআইবিএলের নতুন শরিয়া চেয়ারম্যান হলেন মুফতি মাহফুজুল হক
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি মামলা বাতিল