ক্যাম্পাস

হিমেলের বন্ধু রায়হানের ভাষ্য


ফিচার ডেস্ক
প্রকাশ :০২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৩ এএম

হিমেলের বন্ধু রায়হানের ভাষ্য

 

রাজশাহী ইউনির্ভাসিটি রিপোটার্স ইউনিটি (রুরু)’র সৌজন্যে ও ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রদায়ক সাংবাদিক তানভীর তুষারের কল্যাণে নিহত মাহবুব হিমেলের সঙ্গে একই মোটর সাইকেলের আরোহী একই অনুষদের ছাত্র-চারুকলার রাইহান প্রামাণিকের এই ভিডিওটি পাওয়া গিয়েছে। তাতে ঘাতক ট্রাক নিয়ে অবিশ্বাস্য একটি সত্য ও মামলাটির অকাট্য প্রমাণ হাজির হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত রাইহান বলেছেন ঘাতক ট্রাক চালক টিটু কী গতিতে সেটি চালাচ্ছিলেন ও তাদের আঘাত পাওয়ার সম্ভাবনা কেমন ছিল?

ফেইসবুক লিংক : https://www.facebook.com/watch/?v=397919028770221

সূত্র : তানভীর তুষার।

ওএস।