জাতীয়

প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :২৬ জানুয়ারি ২০২২, ১২:৩৫ এএম

প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির শুভেচ্ছা

 

৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি।

বুধবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি।

বিবৃতিতে সমিতির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ও ভারত অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সাহায্য ও সহযোগিতা তারই প্রমাণ।

৭৩তম প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উভয় দেশে শান্তি, সম্প্রীতি ও অর্থনৈতিক উন্নতি অর্জিত হোক এমন প্রত্যাশা মৈত্রী সমিতির।

আজ (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিন ভারতের সংবিধান কার্যকর হয়।

আরইউ/এসআইএইচ