অহনার প্রেমিক ছিল মেহেদী হাসান হৃদয়, ‘বরবাদ’ সিনেমার ডিরেক্টর: শামীম

শামীম হাসান সরকারের সঙ্গে অভিনেত্রী অহনা রহমান এবং পরিচালক মেহেদী হাসান হৃদয়। ছবি: সংগৃহীত
ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের প্রেমজীবন নিয়ে সামাজিক মাধ্যমে যখন ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে, তখন এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে নিজের নাম জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। স্পষ্টভাবে জানান, অহনার প্রাক্তন তিনি নন, বরং ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো...য়া...র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো...য়া...রটার সাথে আমি নেই।’

তিনি আরও বলেন, “অহনা তো নামটা বলেনি, আমিই বলছি ওর প্রাক্তন হচ্ছে মেহেদী হাসান হৃদয়, 'বরবাদ' সিনেমার পরিচালক। তাদের ৬-৭ বছরের সম্পর্ক ছিল। আমি যখন অহনার সঙ্গে বন্ধুত্ব করি, তখনও সে হৃদয়ের সঙ্গে সম্পর্কে ছিল। এ কারণেই আমার সঙ্গে তার সম্পর্ক টেকে নাই।”
শামীমের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তার এই স্পষ্ট মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র আলোচনা-সমালোচনা। কেউ কেউ শামীমের সততা ও স্পষ্টভাষী মনোভাবের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন—এই বিষয়গুলো এত খোলাখুলি বলার প্রয়োজন ছিল কি না।
অন্যদিকে, এই বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রী অহনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার পুরোনো একটি সাক্ষাৎকার ঘিরেই মূল বিতর্কের সূত্রপাত।

ওই সাক্ষাৎকারে অহনা বলেছিলেন, “আমার মন ভেঙে গেছে তো, তাই এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয়, আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর। একবার এত বাজেভাবে মন ভেঙেছে… এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে। আমি একা উঠে দাঁড়াতে চাই।”
তার এই আবেগঘন বক্তব্য নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলে দেয়। অনেকেই তখন ধরে নেন, অহনার কথায় ইঙ্গিত করা “প্রাক্তন” ব্যক্তি হয়তো শামীম হাসান সরকারই, যেহেতু কিছু সময় আগেও তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত এবং দুজনকে নিয়ে নানা জল্পনা ছিল।
