বিনোদন

মুখ খুললেন দীপিকা


বিনোদন ডেস্ক
প্রকাশ :২৪ জানুয়ারি ২০২৩, ০৭:২৭ এএম

মুখ খুললেন দীপিকা

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা নিয়ে হইচই শুরু হয়েছে ভারতজুড়ে। এই সিনেমার ‘বেশরম রং’ গানটি প্রকাশের পর সমালোচনা ও ট্রলের শিকার হন দীপিকা ও শাহরুখ দুজনেই। বিশেষ করে এই গানটিতে দীপিকার বিকিনি নিয়ে সমালোচনার ঝড় উঠে। অনেক ট্রল ও সমালোচনা হলেও এতদিন চুপ ছিলেন দীপিকা। এবার নীরবতা ভেঙে মুল খুললেন এই তারকা অভিনেত্রী।

‘যশরাজ ফিল্মস’-এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে দীপিকাকে। সংবাদমাধ্যম সাধারণত যে ধরনের প্রশ্ন করে থাকে, কিছুটা সেই ধাঁচে প্রশ্ন রাখা হয় তারকাদের কাছে। দীপিকাকে জিজ্ঞেস করা হয় তার বিকিনি নিয়ে। গোটা গানজুড়ে নানা ধরনের বিকিনি পরতে দেখা যায় অভিনেত্রীকে। হরেক রকম বিকিনিতে শুট করার অভিজ্ঞতা কেমন ছিল দীপিকার?

অভিনেত্রীর কথায়, ‘দৃশ্যটা দেখে মনে হচ্ছে মনোরম দিনে শুটিং হয়েছে। কিন্তু সেটা একেবারেই না। তীব্র হাওয়া, কনকনে ঠান্ডায় বিকিনিতে শুটিং করা বেশ কষ্টকর। তবে ছবিতে দেখে যদিও উল্টোটাই মনে হচ্ছে।’

এএম/এসজি