বিনোদন

নিজের সিনেমায় নিজের লেখা গান গাইলেন মোশাররফ করিম


বিনোদন ডেস্ক
প্রকাশ :২২ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ এএম

নিজের সিনেমায় নিজের লেখা গান গাইলেন মোশাররফ করিম
অভিনেতা মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম শুধু অভিনয়ে নয়, গানেও সমান পারদর্শী। শুটিংয়ের আড্ডায় সহকর্মীদের সঙ্গে গান করতে তাকে প্রায়ই দেখা যায়। তবে এবার তিনি সিনেমার জন্য গান গাইলেন। গানের শিরোনাম ‘ভালো লাগে না’ এবং এটি তার অভিনীত আসন্ন সিনেমা বিলডাকিনি-তে ব্যবহৃত হবে।

এটি একটি বিশেষ পেস্ন-ব্যাক গান, যা মোশাররফ করিমের নিজস্ব লেখা ও সুর। সিনেমাটির পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। এই গানের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক জানান, ‘ভালো লাগে না’ গানটি মোশাররফ করিমের অনেক আগে লেখা একটি গান। শুটিংয়ের আড্ডায় এই গানটি তারা প্রায়ই গাইতেন। সিনেমার চিত্রনাট্যের অনুযায়ী, জেলখানার একটি দৃশ্যে গানটি ব্যবহারের প্রয়োজন ছিল। তখন পরিচালক মনে করেন, এই গানটি সেই দৃশ্যের জন্য পারফেক্ট হবে।

বিলডাকিনি সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ফজলুল কবীর তুহিন আরও জানান, মোশাররফ করিমকে গানটির বিষয়ে বলার পর তিনি জানতে চান, কে গানটি গাইবে। তখন পরিচালক তাকে বলেন, ‘‘আপনার কণ্ঠেই গানটি ভালো হবে’’। মোশাররফ করিম তখন সম্মতি দেন এবং দ্রুত গানটি রেকর্ডিং করা হয়।

কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস বিলডাকিনি অবলম্বনে নির্মিত এই সিনেমার মূল গল্প নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতা নিয়ে। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র।