সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা

ছবি: সংগৃহীত
তারকাবহুল ক্রিকেট আয়োজন ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’-এর চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটানস। সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদের মতো জনপ্রিয় তারকাদের নিয়ে গঠিত এ দলটি ৯ উইকেটের বড় জয়ে শিরোপা ঘরে তোলে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয় ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ স্বপ্নধরা স্পারটান্স প্রথমে ব্যাট করে ১৩৮ রানের লক্ষ্য নির্ধারণ করে। তবে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নামা গিগাবাইট টাইটানস মাত্র ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাত ১০টার আগেই।
দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অপরদিকে ফাইনালিস্ট স্বপ্নধরা স্পারটান্সের মেন্টর ছিলেন গিয়াস উদ্দিন সেলিম।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেক তারকা। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ।
পাঁচদিনব্যাপী এই টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে অংশ নেয় মোট চারটি দল—গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স। বিভিন্ন দলের হয়ে মাঠ মাতিয়েছেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, তাসনুভা তিশা, আলিশা, সিনথিয়া, গোলাম কিবরিয়া তানভীরসহ টিভি ও সংগীত অঙ্গনের জনপ্রিয় মুখরা।
৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হওয়া এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না। ফাইনাল ম্যাচের বিরতিতে উন্মোচন করা হয় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নাদান’-এর পোস্টার, যা মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। খেলার মাঠে পোস্টার উন্মোচনের মাধ্যমে শুরু হয় সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।
