যুক্তরাষ্ট্রে ‘ফ্রি ফিলিস্তিন’ স্লোগানে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) রাতে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী 'ফ্রি ফিলিস্তিন' বলে স্লোগান দিতে দিতে গুলি চালান। এতে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী নিহত হন বলে জানা গেছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন,
“ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের জঘন্যতম নজির এটি। জাদুঘরে যখন একটি অনুষ্ঠান চলছিল, তখনই এই হামলা চালানো হয়। এটি রেডলাইন অতিক্রমের শামিল।”
ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, এই ঘটনায় জড়িত ব্যক্তিকে বিচারের আওতায় আনার জন্য কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। “এ ধরনের ঘৃণামূলক সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না,” — বলেন তিনি।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্দি জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাংবাদিকরা জানিয়েছেন, ওই সময় জাদুঘরে একটি বিশেষ অনুষ্ঠান চলছিল এবং সেখানে ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ঘটনাস্থলটি শহরের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত এবং পুলিশ তাৎক্ষণিকভাবে এলাকা ঘিরে রাখে। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন পুলিশ।
তদন্ত চলছে, তবে এখনো হামলাকারীর পরিচয়, তার উদ্দেশ্য বা হামলার পেছনে সম্ভাব্য সংগঠনের বিষয়টি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
