যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

আলহাজ গিয়াস উদ্দিন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন। শুক্রবার (২৩ মে) ভোর পাঁচটার দিকে বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
গিয়াস উদ্দিন দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর স্ত্রী তাহমিনা গিয়াসকে সঙ্গে নিয়ে দেশে ফিরছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার নাম মিরসরাই থানায় দায়ের করা মামলার তালিকায় পাওয়া যায়। এরপর তাকে সেখানেই আটক করা হয় এবং মিরসরাই থানায় গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, “গিয়াস উদ্দিনের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। এ কারণে তাকে ইমিগ্রেশনে আটকের পর ঢাকায় অবস্থানরত পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছে।”
গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতির দায়িত্বেও ছিলেন। তার বিরুদ্ধে কী ধরনের মামলা রয়েছে এবং সেগুলোর প্রকৃতি কী—সে বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
