২৬ মার্চের মধ্যে সব মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেওয়া হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আগামী ২৬ মার্চের মধ্যে সব বীর মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেওয়া হবে। এতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এলক্ষ্যে দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ২০ হাজার করেছে। বীর মুক্তিযোদ্ধারা দেশের যে কোনো বিশেষায়িত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। বীর মুক্তিযোদ্ধারা যাতে সম্মানজনক জীবন যাপন করতে পারেন বর্তমান সরকার তার সকল ব্যবস্থাই করছে। সব অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসত ঘর দেয়া হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার ২শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সারাদেশে শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে সংরক্ষণ করছে সরকার। দেশের প্রতিটি জেলা ও ৪০১ টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি হয়েছে।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, মহাসচিব আবু আলম মো. শহিদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
এপি/