
জাতীয়
প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী

ফাইল ফটো
দেশের ২৩তম প্রধান বিচারপতি পদে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
৪৭ মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অবসরে যাচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন।
প্রধান বিচারপতির নিয়োগপত্রে রাষ্ট্রপতির সাক্ষরের পর এ বিষয়ে গেজেট প্রকাশ করবে আইন মন্ত্রণালয়।
হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগ দেন। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
জাতীয় নিয়ে আরও পড়ুন