
আচরণবিধি ভঙ্গ করায় আজিজুরের প্রার্থিতা বাতিল
২৪ মে ২০২৩, ০৬:৫৯ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ০৯:২৬ এএম

‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেব না’- এমন বক্তব্য দিয়ে ত্রাস ও ভীতি প্রদর্শন করার দায়ে গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৪ মে) বিকালে আজিজুরের প্রার্থিতা বাতিলের ঘোষণা দেয় ইসি। পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, আজিজুর রহমান গত ২২ মে সন্ধ্যা ৭টায় পুবাইল এলাকার কলেরবাজারে মিছিল ও জনসভা করেন। ওই জনসভায় তিনি ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেব না’ বলে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশক্রমে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন রিটার্নিং কর্মকর্তা। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং বক্তব্যের সত্যতা স্বীকার করেন ওই প্রার্থী। এর পরিপ্রেক্ষিতে আজ বেলা ৩টায় তাকে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন ভবনে ডেকেছিল নির্বাচন কমিশন।
ইসি সচিব আরও বলেন, নির্বাচন কমিশনে হাজির হয়েছে নিজের বক্তব্য দেন আজিজুর রহমান। এসময় তাকে তার বক্তব্যের ভিডিও ক্লিপ দেখানো হলে তিনি ক্ষমা প্রার্থনা করে লিখিত বক্তব্য দেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন লাটিম প্রতীকের পদপ্রার্থী আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাকে জেল-জরিমানা করা যায়। নির্বাচন কমিশন চাইলে কোনো প্রার্থীর প্রার্থিতাও বাতিল করতে পারে।
প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণের একদিন আগে প্রার্থিতা বাতিল হলো আজিজুরের।
এসজি