
জাতীয়
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকাপ্রকাশে ‘রংপুর বিভাগ সমিতি, ঢাকার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র’ শিরোনামে গত ২৮ আগস্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রংপুর বিভাগ সমিতি। প্রতিবাদলিপিতে সমিতির পক্ষ থেকে দাবি করেছে, রংপুর বিভাগ সমিতি ঢাকার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমন তথ্য সঠিক না। তবে যদি কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ/সম্পৃক্ততা থাকে তার দায়ভার রংপুর বিভাগ সমিতি,ঢাকা নিবে না।
রংপুর বিভাগ সমিতি থেকে বলা হয়েছে, রংপুর বিভাগ সমিতি, ঢাকা সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবীমূলক সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত প্রতিষ্ঠান। যাহার নিবন্ধন নং-ঢ-০৮৮৬৭। বিভিন্ন ধর্ম বর্ণ ও সকল মাতাদর্শের মানুষ এখানে রয়েছে।
প্রতিবেদনে যেসব অভিযোগ উঠে এসেছে তা সত্যি না বলেও সমিতির পক্ষ হতে দাবি করা হয়েছে। প্রতিবেদনে রংপুর বিভাগ সমিতি, ঢাকার নাম ভুল বুঝাবুঝির মাধ্যমে সামনে চলে এসেছে।