শুক্রবার, ২ মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা—এই প্রশ্ন এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দু। এ বিষয়ে এবার মুখ খুলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে ড. আসিফ নজরুল বলেন, আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না। এখনো অনেক সময় বাকি আছে। এ সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া এবং জনমতের আরও সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারব। এটার মধ্য দিয়েই ব্যাপারটা নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি, ওইভাবে আলোচনা হয়নি। বিচারিক প্রক্রিয়া আছে, জনমত আছে, সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে।

আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, এর কোনো রকম ব্যত্যয় হবে না।

অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় আপনার বিশেষ ভূমিকা ছিল। ওই সময়ে আপনার সামনে কী কী চ্যালেঞ্জ ছিল? জবাবে অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আমি এটা নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। কারণ, আমি তো গোপনীয়তার শপথ নিয়েছি। ব্যক্তিগত ভূমিকার চেয়ে সরকারের প্রতি আমার যে দায়িত্বশীলতা, সেটার দিকে বেশি লক্ষ রাখা উচিত। ফলে আমি বিস্তারিত বলব না।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ উপদেষ্টা বলেন, শুধু এটুকু বলব, আমার প্রচেষ্টা ছিল অভ্যুত্থানের পক্ষে যত শক্তি আছে, তাদের মধ্যে যেন ঐক্য থাকে এবং গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের ভয়েসটা যেন যথেষ্ট সম্মান ও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়, সেই প্রচেষ্টা ছিল। ওই সময় আমি সবার মধ্যে এক ধরনের কঠিন ঐক্য, সমঝোতা, পরস্পরকে বোঝার প্রচেষ্টা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দেখেছিলাম।

এ ছাড়া আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পরবর্তীকালে কোনো কোনো সময়ে যেটার অভাব দেখেছি এবং তা দেখামাত্র আমার মনেই আশঙ্কা তৈরি হয় যে, গণঅভ্যুত্থানের পক্ষশক্তির মধ্যে মতভেদ থাকবে, মতভিন্নতা থাকবে; কিন্তু বড় ধরনের কোনো বিরোধ যেন না থাকে। ওই সময়ে মতবিরোধ থাকলে আমরা কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারতাম না।

Header Ad
Header Ad

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিলসহ চার দফা দাবিতে শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ কর্মসূচি সফল করতে শুক্রবার (২ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “নারী সংস্কার কমিশনের প্রতিবেদন কোরআন-সুন্নাহ বিরোধী, ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিশ্বাসের ওপর আঘাত। এই কমিশন সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।” তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে, তা না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।”

বক্তারা দাবি করেন, এই কমিশনের মাধ্যমে নারী-পুরুষের স্বাভাবিক সম্পর্ক ও ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা চলছে। সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাশেমী বলেন, “আগামীকালের সমাবেশ নারীবিরোধী নয় বরং নারী-পুরুষ উভয়ের জন্য সম্মান ও ন্যায়ের পক্ষে। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, তা অন্য কোনো ব্যবস্থা দিতে পারেনি।”

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি আজহারুল ইসলাম, অধ্যক্ষ আবু তাহের খান, মাওলানা ইউসুফ সিদ্দিকীসহ অনেকে।

হেফাজতের ঘোষিত চার দফা দাবি হলো:

১. নারী সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল;

২. সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল;

৩. হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ২০১৩ সালের শাপলা চত্বরসহ অন্যান্য ‘গণহত্যার’ বিচার;

৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে সরকারের কার্যকর ভূমিকা গ্রহণ।

Header Ad
Header Ad

ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশঙ্কা প্রকাশ করেছেন যে ইউক্রেন যুদ্ধ অচিরেই শেষ হচ্ছে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই নির্মম যুদ্ধ বন্ধ করতে হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাশিয়া ও ইউক্রেনকেই। এখন মূল প্রশ্ন হচ্ছে—যুক্তরাষ্ট্র কীভাবে এই দুই দেশকে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সাহায্য করতে পারে।

তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদের মুনাফা ভাগাভাগির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ভবিষ্যতে নিরাপত্তা সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদ থেকে লভ্যাংশ গ্রহণ করবে।

সাক্ষাৎকারে ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ইউক্রেনবাসীর ক্ষোভ স্বাভাবিক, কারণ তাদের দেশ আক্রমণের শিকার হয়েছে। তবে তিনি প্রশ্ন রাখেন—“আমরা কি কিছু মাইল ভূমির জন্য হাজার হাজার সেনা হারিয়ে যেতে দেব?”

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন হয়তো ক্রিমিয়া রাশিয়ার হাতে ছেড়ে দিয়ে যুদ্ধ বন্ধে সম্মত হতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, সংবিধান অনুযায়ী ক্রিমিয়া রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া সম্ভব নয়।

গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কমিয়ে আনবেন।

Header Ad
Header Ad

দেওয়ানি-ফৌজদারি পৃথক আদালত স্থাপনে সুপ্রিমকোর্টের চিঠি

ছবি: সংগৃহীত

দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুযায়ী পৃথক আদালত স্থাপন এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিউজ আপডেট ও প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগকে আরও কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে এক বেঞ্চ সহকারীকে ঘুষ নেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া সুপ্রিমকোর্টের হেল্পলাইন সেবা চালুর পর থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশ থেকে মোট ২০২৬টি কল এসেছে। এর মধ্যে ১০৬৮টি ছিল আইনি পরামর্শ গ্রহণ সংক্রান্ত এবং ৭৭১টি বিভিন্ন তথ্য জানার জন্য করা হয়। হেল্পলাইনের সাফল্যের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা আদালতেও আলাদা হেল্পলাইন চালু হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ অনুযায়ী, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ-২০২৪’-এর খসড়ার পরিবর্তে নতুনভাবে ‘সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’ খসড়া প্রস্তুত করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর আইন মন্ত্রণালয়ে প্রেরিত একটি চিঠিতে বলা হয়, সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধীন অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ যথাযথভাবে পালনের জন্য পৃথক সচিবালয় গঠন প্রয়োজন। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার এ উদ্যোগে ইতিবাচক সহযোগিতা করেছে এবং প্রয়োজনীয় আইনি কাঠামো প্রস্তুতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে গণসংযোগ কর্মকর্তা জানিয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
দেওয়ানি-ফৌজদারি পৃথক আদালত স্থাপনে সুপ্রিমকোর্টের চিঠি
ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ
এনসিপির সমাবেশে ‘জুলাই আহতরা’ সামনের সারিতে, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি
রাজধানীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ কাল, সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক প্রস্তুতি
বনানীতে বেপরোয়া গাড়ির চাপায় প্রাণ গেল পথচারীর, আহত ২
দিনাজপুরে ২ কৃষককে নিয়ে গেছে বিএসএফ, পাল্টা ২ ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী
দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত: তারেক রহমান
দুই পুত্রবধূকে নিয়ে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া
পারমিট ছাড়া হজ নয়, ভিজিট ভিসায় হজে অংশ নিলে ৩২ লাখ টাকা জরিমানা
পেপারলেস পদ্ধতিতে ঢাকা ইমপিরিয়াল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবন্ধন শুরু
নির্দেশনা মানেননি পাইলট, বিমানের ঢাকার ফ্লাইট বাধ্য হয়ে নামলো সিলেটে
পাকিস্তানের সীমান্তঘেঁষা ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি
বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী সাত মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প
গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলা, নিহত আরও ৩১ ফিলিস্তিনি
উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৮ নারী ও ৯ পুরুষ আটক
রিয়াজ-ফেরদৌস-চঞ্চল-শাওনসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে মামলা