জাতীয়

টিউলিপকে আবারও দুদকের তলব, ২২ জুন হাজিরের নির্দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১৫ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম

টিউলিপকে আবারও দুদকের তলব, ২২ জুন হাজিরের নির্দেশ
টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী রিজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ সিদ্দিককে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, ইস্টার্ন হাউজিং থেকে কোনো ধরনের অর্থ পরিশোধ না করেই তিনি দুটি ফ্ল্যাট রেজিস্ট্রির মাধ্যমে দখলে নিয়েছেন।

রোববার (১৫ জুন) দুদকের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। টিউলিপের ঢাকার পাঁচটি ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে।

দুদক বলছে, এ ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ এবং অসদাচরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বক্তব্য গ্রহণ করা অত্যন্ত জরুরি।

এর আগে, গত ১৪ মে একবার তলব করা হলেও টিউলিপ দাবি করেন, তিনি সে নোটিশ পাননি। এবারের তলবে তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে দুদক—পাঁচটি ঠিকানায় রেজিস্ট্রি ডাক, থানার সহায়তায় এবং প্রকাশ্য স্থানে নোটিশ টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের মহাপরিচালক আখতার হোসেন জানান, “টিউলিপ যেন চিঠি না পাওয়ার অজুহাত দিতে না পারেন, সেজন্য এবার সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হয়েছে।”