
জাতীয়
ঐকমত্যের ভিত্তিতে জুলােই মাসেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব: আলী রীয়াজ

চলতি জুলাই মাসের মধ্যভাগেই রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতির ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
মঙ্গলবার (২ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সংলাপের সপ্তম দিনের আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “প্রতিদিন হয়তো বড় অর্জন হচ্ছে না, কিন্তু আমরা এগোচ্ছি। রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।”
আলোচনায় অংশ নেওয়া নেতাদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, “সংস্কার নিয়ে মানুষ এখন প্রত্যাশায় আছে। তারা আমাদের দিকে তাকিয়ে। আমরা যদি দায়িত্বশীলভাবে এগিয়ে যাই, তাহলে শিগগিরই এক জায়গায় পৌঁছানো সম্ভব।”
তিনি আরও বলেন, “এক বছর আগে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান ছাড়িয়ে জনগণের স্বার্থে একত্র হয়েছিল। সেই অর্জনকে টিকিয়ে রাখতে হলে এখন প্রয়োজন কাঠামোগত সংস্কার ও একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। যেখানে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে।”
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটি দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার আত্মত্যাগের ফসল। সেই সাফল্য যদি রক্ষা না করা যায়, তাহলে তা ব্যর্থতায় পরিণত হবে।”
সংলাপে অংশ নেওয়া দলগুলোর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে আলী রীয়াজ বলেন, “দলগত, জোটগত এবং ব্যক্তিগতভাবে গত কয়েকদিনে কমিশনের সঙ্গে যেভাবে যোগাযোগ হয়েছে, তা আমাদের আশাবাদী করছে। আমরা বিশ্বাস করি, আন্তরিক প্রয়াস অব্যাহত থাকলে জুলাই মাসের তৃতীয় সপ্তাহেই আমরা ঐকমত্যে পৌঁছাতে পারবো।”
শেষ পর্যন্ত তিনি বলেন, “নিহতদের প্রতি দায়বদ্ধতা, এবং জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। এই পথ সহজ নয়, কিন্তু সঠিক।”