জাতীয়

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস', থাকবে সাধারণ ছুটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :০২ জুলাই ২০২৫, ০৩:১৭ পিএম

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস', থাকবে সাধারণ ছুটি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন করে জায়গা করে নিল ৫ আগস্ট। দিনটিকে ‍‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি সারাদেশে থাকবে সাধারণ ছুটি।

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৫ আগস্টকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্র অনুসারে কার্যকর হবে। এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, দিবসটি ঘিরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে থাকবে ছুটি। একইসঙ্গে, উপজেলাসহ মাঠ প্রশাসনেও প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে দেশজুড়ে ঘটে যাওয়া ঐতিহাসিক গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় বাঁক বদলের সূচনা করে। সেই আন্দোলনের স্মরণেই এবার দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেল। ৫ আগস্ট এখন থেকে প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে। এই দিনে গণতন্ত্রের পথে মানুষের আত্মত্যাগ, প্রত্যয় ও সংগ্রাম নতুন করে স্মরণ করবে পুরো জাতি।