রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
Dhaka Prokash

কিশোরীদের দেখা একাত্তরের ভয়াবহ স্মৃতি

মধুবন্তী ডায়েসের গল্প

[৩] একদিন বিকেলে, আমরা প্রায় ২০/২৫ জন ছেলেমেয়ে খেলা করছি একটা মাঠে। সেই মাঠটা বাড়ি থেকে খানিকটা দূরে। আমরা খেলা করে দল বেঁধে বাড়ি ফিরছি, সন্ধ্যাতো নেমে এসেছে। একটু একটু অন্ধকারও, এমন সময় দেখি দুইজন মিলিটারি আমাদের সামনে দাঁড়ানো। কখন কোন দিক দিয়ে যে এসেছে তা আমরা কেউ দেখিনি। আমরা তো দেখে ভয়ে পিছনের দিকে দৌড়ে যাচ্ছি। তখন তারা পিছন থেকে আমাদেরকে ডাকছে। আমাদের মাঝ থেকে দুই তিনজন ছেলে দাঁড়িয়েছে। আর আমরা সবাই যার যার বাড়িতে চলে যাই । পরে শুনেছি, এমনি কথাবার্তা বলেছে। তোমাদের নাম কি, কি কর। আমরা তো বাড়ি এসে বলেছি মিলিটারিদের কথা। এখন দাদা আমাদেরকে মানে আমি পারুল, নার্গিস, রেনুকা, কম বয়সি যারা তাদেরকে ডেকে বলেছে, পাকিস্তানি মিলিটারিরা শুধু যুদ্ধই করে না, তারা সব লুটপাট করেও নিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে যখন যেখানে যাকে পাচ্ছে তাদেরকে বিনা কারণে গুলি করে হত্যা করছে। আর মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের ইজ্জত নিচ্ছে। তোমরা বড় হয়েছ, তোমাদের যার যার মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব তোমাদের। মনে রাখবে নারীর মান ইজ্জত এমন একটা জিনিস, যা একবার চলে গেলে আর ফিরিয়ে আনা যায় না। ইজ্জত হারা নারী পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভাল। নারীর একটা বড় সম্বল তা হল মান ইজ্জত। এসব কথা বলেছেন অনেকক্ষণ যাবৎ।

ঐদিনের পর ১০/১২ দিন আর কেউ কোথাও মিলিটারি দেখেনি। তার মানে ঐ দিনই তারা গ্রামে প্রথম এসেছিল এবং ঘুরে ঘুরে দেখেছে যে, কোথায় তাদের থাকার ব্যবস্থা করা যায়, তারা তো তাদের সুবিধাজনক জায়গা বেছে বেছে থাকার ব্যবস্থা করেছে। কয়েকদিন পর এক বিকেলে দাদা আবার আমাদেরকে ডেকে নিয়ে সাবধান করে দিয়েছে। আমরাও সেইভাবে সাবধানে থাকার চেস্টা করছি। এরই মধ্যে একদিন খুব ভোরে দেখি মানুষের ডাকা ডাকি, অনেক মানুষের কথাবার্তা হচ্ছে। আমরা ঘর থেকে জানালা দিয়ে বাহিরে দেখার চেস্টা করছি। কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তখন আমরা ঘর থেকে বাহির হলাম, দেখি বাড়ির পিছনে অনেক লোক। সেখানে আমাদের বাড়ির সব পুরুষ, কিছু বলাবলি করছে। কিন্তু কোন কথাই বুঝতে পারছি না। এত লোক এক সঙ্গে কথা বললে কিছু বুঝা যায়? কৌতুহল থেকে আস্তে আস্তে আগাতে আগাতে এক সময় সেইখানে চলেই গেলাম। দেখি ঐখানে দুইজন মহিলার লাশ পড়ে আছে। তাদের শরীরে কোন কাপড় ছিল না। এখানে কেউ হয়ত তাদের উপরে কাপড় দিয়েছে। তাদের চোখ হাত বাঁধা। সারা শরীর আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আছে। এক নজর দেখে পরে আর দেখতে পারিনি।  ভয়ে লজ্জায় খুব দ্রুত চলে আসি ওখান থেকে। পরে বুঝতে পারি এ বিষয় নিয়ে কথা বলছে লোকজন। সেই লাশ দেখে ভেতরটা কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছে যেমন, ভয় করছে কি যেন জিজ্ঞাসা করবে। সেই দিনের পর থেকে হাসি-আনন্দ, ভাল লাগা সব হারিয়ে গিয়েছে। শুধু আমার না আমাদের বাড়ির, গ্রামের সবারই। বুঝতে পারলাম, আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে।

আমার দাদার বাড়ি এমন একটা জায়গায়, জোয়ারের সময়, জোয়ারের পানি বাড়ির একেবারে খুব কাছাকাছি চলে আসে। বাড়ির দুই পাশ-দক্ষিণ আর পশ্চিম পাশ পানিতে ভরে থাকে। একদিন বিকেল প্রায় চারটা বাজে, এমন সময় আমি হাঁটতে হাঁটতে পানির কাছে যাই এবং পানিতে নেমে এমনিতেই হাঁটছি। ছোট ছোট ঢেউ পায়ে আছড়ে পড়ছে, ভাল লাগছে। ঢেউগুলো কিন্তু সমান তালে আসছে। নিজের অজান্তে হাঁটতে হাঁটতে আনেকটা দূরে চলে যাই। পানি কিন্তু একই পরিমানে আছে। চার দিকটা দেখতে কেমন সুন্দর লাগছে। হঠাৎ একটু দূরে দেখি, কিছু একটা দেখা যাচ্ছে। আমি একটু দ্রুত ঐ দিকে যাই। একটু যেতেই দেখি একটা মানুষ, আরও কাছে গিয়ে দেখি, মেয়ে মানুষ। তার হাতে শাঁখা, পলা, গলায় চেইন, কানে বড় দোল টানা দিয়ে আটকানো। তার শরীরে কাপড় নেই। তার গোপন অঙ্গে ছুরি মতন কিছু একটা ঢুকানো, স্তন দুইটা কাটা। কি যে বিভৎস দৃশ্য তা বলে বুঝাতে পারবো না। দেখে আমি ভয়ে চিৎকারও দিতে পারছি না। মনে হচ্ছে মাটির সঙ্গে লেগে গিয়েছে। ঐ লাশটা বুঝি আমার দিকে এগিয়ে আসছে। সে যেন চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই চিৎকার আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি এ অবস্থায় কি করবো বুঝতে পারছি না। তারপর কি হয়েছিল আর বলতে পারি না। যখন আমার হুঁশ এল, দেখি, আমি বাড়িতে।

তার পরদিনই শুনি মানুষ কানাকানি করছে, মিলিটারিরা নাকি গ্রামে ক্যাম্প করে। ঐ দিন দুপুরে আমরা সবাই খেতে বসেছি, এমন সময় শুনি মিলিটারি আসছে। তখন সবাই খাবার ফেলে দৌড়ে পালাচ্ছি। ঘর থেকে বাহির হতেই দেখি, মিলিটারিরা দল বেঁধে জুতার শব্দ করে আসছে। তখন কে যেন আমাকে বলছে, মিলিটারিরা খুব কাছাকাছি চলে এসেছে। আমরা বেশি দূর যেতে পারবো না। চল, পুকুরে নেমে যাই। জান মান বাাঁচাতে চাইলে, পুকুরে গিয়ে ডুব দিয়ে থাকি। তখন তো আমাদের সবার বাড়ির চার পাশে ছোট ছোট পুকুর ছিল। পুকুরের পানিতেই সব কিছু হতো। তার কথা শুনে আমি পাশের পুকুরে ঝাঁপ দিলাম। পুকুরে বেশি পানি ছিল না। আমার কোমর পর্যন্ত পানি। সেই পানিতেই আমি বসে পড়ি। গলা পর্যন্ত পানির নীচে ডুবিয়ে রাখি। আর পাতা-টাতা দিয়ে মাথাটা ঢেকে রাখি। পুকুর থেকেই শুনতে পাচ্ছি চিৎকার, চেঁচামেচি, বাঁচাও বাঁচাও এ ধরনের। আর এ দিক দিয়ে মাছ আমার সারা শরীরে ঠোকর দিচ্ছে। মাছ হয়ত ভেবেছিল, আজ এত বড় খাবার পেয়েছি, মজা করে খেয়ে নিব। আর আমার চোখের সামনে দিয়ে ছোট দুইটা সাপ ঘোরাফেরা করছে। যদিও তারা আমাকে কিছুই করেনি। কিন্তু ভয়ে তো আমি পাথর হয়ে গিয়েছি। আমি বুঝতে পারছি, বিষাক্ত সাপ আমাকে মারবে না। মারবে আমার মতন মানুষ রুপি জানোয়ার। বিষাক্ত সাপও বুঝতে পেরেছিল যে, আমি তাদের কাছে আশ্রয় নিয়েছি। তাই তারা সেইদিন আমাকে পাহাড়া দিয়েছিল। পরিস্থিতিটা এমন ছিল।

 

লেখক: গবেষক ও প্রাবন্ধিক

 

Header Ad

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। দু’দিন ধরে তাকে ফোনে বা কোনো মাধ্যমে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার।

এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ। ইত্তেফাককে তিনি জানান, গত ১১ মে চিকিৎসার জন্য গেদে বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন তিনি। সবশেষ গত বৃহস্পতিবার (১৬ মে) কথা হয়েছে। এরপর থেকে সব প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি বলেন, তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস গণমাধ্যমকে বলেন, গত দুদিন ধরে আমার আব্বুর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। আমরা দুশ্চিন্তায় আছি। তবে সব ধরনের চেষ্টা করছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমরা পরিবারের লোকজন কলকাতা যাব।

একটি সূত্রে জানা গেছে, তিনি চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে কোনো হোটেলে না উঠে মন্ডলপাড়া লেন বড় নগরের তার পূর্ব পরিচিত একটি বাড়িতে উঠেন। তিনি যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়ির মালিক কলকাতা বড় নগর থানায় একটি অভিযোগ করেছেন। তার একটি কপি কলকাতার উপ-হাইকমিশন পাঠানো হয়েছে। এরপর কলকাতা পুলিশ নড়েচড়ে বসেছেন এবং তাকে খোঁজার জন্য একটি টিম তৈরি করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, সংসদ সদস্যের নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ বলেন, এখন পর্যন্ত তার কোনো সংবাদ আমরা পাইনি। ভারতে লোক পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা কলকাতার বাংলাদেশি দূতাবাসে আছেন। আমরা চেষ্টা করছি তার খোঁজ করার।

উল্লেখ্য, আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশাচালকরা

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশীতে এবার ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

রোববার (১৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, কালশী মোড়ে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে অটোরিকশাচালকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে কালশীতে সড়ক অবরোধ করে অটোরিকশাচালকরা রাস্তা অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকা থেকে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশাচালকরা মিরপুর-১০, মিরপুর-১ ও আগারগাঁও এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। অটোরিকশা চালকদের বিক্ষোভে মিরপুরজুড়ে তীব্র যানজট শুরু হয়েছে। ক্রমেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।

‘পৃথিবী থেকে বিদায়,ভালো থাকো সবাই, সব শেষ আমার’ লিখে ফেসবুকে পোষ্ট দিয়ে যুবকের আত্নহত্যা

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর সাপাহারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তৌফিক হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (১৯ মে) দিবাগত ভোর ৫ টার দিকে যে কোন সময় নিজ বাড়ির মাটির ঘরের তালের তিরে মায়ের ব্যবহৃত ওড়নায় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত তৌফিক হোসেন উপজেলা সদর ইউনিয়নের জয়পুর মাষ্টারপাড়া এলাকার মোস্তফার ছেলে। খবর পেয়ে পুলিশ রবিবার সকালের দিকে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তৌকির পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। আত্মহত্যার আগে তৌকির তার ফেসবুক আইডিতে লিখেন- ‘পৃথিবী থেকে বিদায়,ভালো থাকো সবাই, সব শেষ আমার।’

বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঢাকাপ্রকাশকে বলেন, ‘ফেসবুকের স্ট্যাটাস দেখে বিষয়টি প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণ বলে মনে হয়েছে। হয়তো পরিবারের সদস্যদের সাথে কোন ধরনের মান অভিমান ছিল। যার কারনে অভিমান থেকেই তৌফিক আত্নহত্যা করে থাকতে পারেন।’

ওসি আরও বলেন, ‘নিহত তৌফিক এর পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য আবেদন করেছিল। পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ রবিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ সংবাদ

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য
কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশাচালকরা
‘পৃথিবী থেকে বিদায়,ভালো থাকো সবাই, সব শেষ আমার’ লিখে ফেসবুকে পোষ্ট দিয়ে যুবকের আত্নহত্যা
মেট্রোরেলের উত্তরা-টঙ্গী রুটে হবে পাঁচ স্টেশন
টাঙ্গাইলে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারালো রাজমিস্ত্রী
পৃথিবীতে ধেয়ে আসতে পারে আরও ভয়ানক সৌরঝড়
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ঈদের আগেই মসলার বাজার গরম, ডলারের মূল্যবৃদ্ধির অযুহাত ব্যবসায়ীদের
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত
বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোটব্যাংক : অমিত শাহ
কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না : প্রধানমন্ত্রী
যশোরে বিনা যৌতুকে ৫০ জোড়া তরুণ-তরুণীর বিয়ে
বাংলাদেশের স্টাইলে ভোট করতে চাইছেন নরেন্দ্র মোদী : অরবিন্দ কেজরিওয়াল
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত
টাঙ্গাইলে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই
পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের বাবর আলী
সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজারের বেশি হজযাত্রী
দুই বাংলাদেশিকে অপহরণ করেছে আরসা
কিরগিজস্তানে হামলা, সাহায্য চাইলেন বাংলাদেশি শিক্ষার্থীরা