একুশের চেতনা থেকে দেশ আজ অনেক দূরে সরে গেছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে চেতনা লালন করে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো, সে চেতনা থেকে দেশ অনেক দূরে সরে গেছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভোরে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। সেখান থেকে প্রভাত ফেরি শুরু হয়। প্রথমে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। এরপর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে।
২১ ফেব্রুয়ারির শহীদদের আত্মদান আজ অবহেলিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আজও লড়াই করতে হচ্ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা।
তিনি আরও বলেন, আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না। নির্বিঘ্নে চলাচল করতে পারি না। আমাদের অবরুদ্ধ করার জন্য রাষ্ট্রশক্তি আক্রমণ চালাচ্ছে। গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। জুলুম-নিপীড়ন চালিয়ে এবং ২৫ হাজার নেতাকর্মীকে বন্দি করে রাখার পরও বিএনপির কর্মীরা নতুন সংগ্রামে উদ্বুদ্ধ হচ্ছে। একুশই আমাদের এই প্রেরণা যোগায়। আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব।
বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা ছড়াচ্ছে, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাদের ঝুলিতে আর কিছু নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। এমনকি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকেও নিরুদ্দেশ করেছে। আওয়ামী লীগ বিভিন্নভাবে আবোল-তাবোল কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে।