মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ৩০ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা, বিচার চাইলেন জয়

আবদুল্লাহ আল মাসুদ এবং সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্টাটাসের মাধ্যমে এ দাবি করেন তিনি।

জয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুল্লাহ আল মাসুদ। জামাত-শিবির তার এক পা কেটে নিয়েছে ২০১৪ সালে। তখন বাকি হাত-পাগুলোর রগও কেটে দিয়েছিল। দশ বছর ধরে পঙ্গু জীবন যাপন করছিল। গত ৩ সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিল। মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিল। আর সেখানেই তাঁকে নির্মম ভাবে হত্যা করেছে জামাত-শিবিরের সন্ত্রাসীরা।

মৃত্যুর সময় মাসুদ কাকুতিমিনতিতে করেছিল উল্লেখ করে জয় লিখেন, মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিল, তাও দেয়নি। কাকুতিমিনতি করে বলেছিল—“আমার চার দিনের একটি সন্তান আছে”—কিছুই তাদের মন গলাতে পারেনি। কারণ মাসুদ এক সময় ছাত্রলীগের রাজনীতি করত।

সজীব ওয়াজেদ জয় দাবি করেন, জানা গেছে, শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এই হত্যার নেতৃত্ব দিয়েছে। আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রসঙ্গত, গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় গণপিটুনির শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। তার বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ এনে এই গণপিটুনি দেয়া হয়। রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ। তিনি রাবি শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য। মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। গত ৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা হন মাসুদ।

Header Ad

হাথুরুসিংহে বরখাস্ত, নতুন হেড কোচ ফিল সিমন্স

চন্ডিকা হাথুরুসিংহে (বামে) এবং ফিল সিমন্স। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায়। তার সাথে বিসিবির চুক্তি ছিল দুই বছরের। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তি থাকলেও সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলন ডাকেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানেই তিনি হাথুরুসিংহেকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম বারের মতো বাংলাদেশে চান্দিকা হাথুরুসিংহের দ্বিতীয় বারও শেষ হলো মেয়াদ পূর্ণ হওয়ার আগেই।

তিনি আরও বলেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাঁকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’

মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। আগের দফায় হাথুরুসিংহে নিজেই বাংলাদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই দফায় দুই বছরের চুক্তির মাস পাঁচেক বাকি থাকতেই চাকরি হারালেন ৫৬ বছর বয়সী কোচ।

২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে এবারও বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।

উল্লেখ্য, হাথুরু এসব অপরাধ হয়ত ঢাকা পড়ে যেতো, যদি ভারত সিরিজে ভালো কিছু করতে পারতো বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। এমনকি যেভাবে হেরেছে, তাও ছিল দৃষ্টিকটু। এসব কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখেই হাথুরুকে অব্যাহতি দিয়েছে বিসিবি।

Header Ad

সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ: করপোরেট ব্যবসায়ীদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের হুঁশিয়ারি

শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের দাম কমাতে সরকার হার্ড লাইনে যাচ্ছে। করপোরেট প্রতিষ্ঠানের যেসব ব্যবসায়ী সিন্ডিকেটে জড়িত, তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

শাকসবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে উপদেষ্টা উল্লেখ করেন সাম্প্রতিক বন্যাকে। তবে অন্যান্য নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছেন সিন্ডিকেটদের। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেল-জরিমানার বিধান যথেষ্ট শক্তিশালী না হওয়ায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

উপদেষ্টা আরও জানান, বাজার সিন্ডিকেটে জড়িতরা দীর্ঘদিন ধরে সক্রিয় এবং তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত। রাজনৈতিক দলগুলোকে এই সিন্ডিকেট ভাঙতে সহায়তা করতে হবে। এদিকে, লোকাল পর্যায়ে চাঁদাবাজির জন্য অনেককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করেন এবং উল্লেখ করেন, ব্যাংকগুলোর অবস্থাও ভেঙে পড়েছে। এই সংকট মোকাবিলা করে সরকারকে চলতে হচ্ছে।

শ্রমিকদের ১৮ দফা দাবি বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে বলেও উপদেষ্টা জানান। দেশের কোথাও বর্তমানে শ্রমিক অসন্তোষ নেই, যা বিনিয়োগ এবং বায়ারদের আকৃষ্ট করতে সহায়ক হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সাকিব আল হাসানের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, শুধু সাকিব নয়, প্রত্যেক খেলোয়াড়কে যথাযথ নিরাপত্তা দিতে হবে। সাকিবের দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই, তবে আদালতের আদেশ মেনে চলা হবে।

Header Ad

৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে আট দিনের ছুটি শেষে আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

তিনি বলেন, "গত ৮ অক্টোবর থেকে আমাদের ক্যাম্পাস ছুটি চলছিল। আগামীকাল থেকে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম যথাযথভাবে শুরু হবে।"

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ১৫ অক্টোবর ছুটি ছিল।

Header Ad

সর্বশেষ সংবাদ

হাথুরুসিংহে বরখাস্ত, নতুন হেড কোচ ফিল সিমন্স
সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ: করপোরেট ব্যবসায়ীদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের হুঁশিয়ারি
৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পুত্র সন্তানের বাবা হলেন পেসার শরিফুল
ডিমের নতুন দাম নির্ধারণ করলো সরকার, বুধবার থেকে কার্যকর
দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফেরত আনা হবে: আইন উপদেষ্টা
এইচএসসিতে শিক্ষাবোর্ড সেরা রাজশাহী জেলা, দ্বিতীয় বগুড়া
চলতি বছরেই আমার দেশ পত্রিকা চালু করা হবে: মাহমুদুর রহমান
১১ বছর পর পাকিস্তানের মাটিতে চীনের প্রধানমন্ত্রী
যে কারণে নায়িকা হতে চান না মাহি
এইচএসসিতে ৬৫ কলেজে পাস করেনি কেউ
জুলাই-আগস্ট বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র জমাদানের আহ্বান তথ্য অধিদপ্তরের
আজ বিশ্ব হাত ধোয়া দিবস
এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও এগিয়ে মেয়েরা
যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ শতাংশ
জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় শমী কায়সারের বিরুদ্ধে মামলা
সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার
রংপুরে হাসনাত-সারজিসকে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে জাপাকে আল্টিমেটাম
৮৮ দিন পর আবারও চালু হলো মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন