গিল্ড‌ফো‌র্ডের মেয়র বাংলা‌দে‌শি বং‌শোদ্ভূত মাসুক

১৩ মে ২০২৩, ১০:০০ এএম | আপডেট: ০২ জুন ২০২৩, ০১:১০ এএম


গিল্ড‌ফো‌র্ডের মেয়র বাংলা‌দে‌শি বং‌শোদ্ভূত মাসুক

যুক্তরা‌জ্যের গিল্ড‌ফোর্ড বারা কাউন্সিলের মেয়র নির্বা‌চিত হয়ে‌ছেন বাংলা‌দেশি বং‌শোদ্ভূত মাসুক মিয়া। গত বুধবার তি‌নি মেয়র হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌য়ে‌ছেন। মাসুক মিয়া প্রথম বাংলা‌দে‌শি ও প্রথম এশিয়ান যি‌নি গিল্ড‌ফো‌র্ডের মেয়র নির্বা‌চিত হ‌লেন।

গেল ৪ মে গিল্ড‌ফোর্ড বারা কাউন্সিল নির্বাচ‌নে স্টুটন ওয়া‌র্ডে মাসুক মিয়া লিবা‌রেল ডে‌মো‌ক্রে‌টিক পা‌র্টি থে‌কে বিপুল ভো‌টে কাউন্সিলর নির্বা‌চিত হন। এর আগে তি‌নি বারা কাউন্সিলের ডেপু‌টি মেয়র ছি‌লেন।

‌মাসুক মিয়া ব‌লেন, আমি প্রথম বৃ‌টিশ বাংলা‌দে‌শি হি‌সে‌বে মেয়রের দা‌য়িত্ব নেওয়ায় আন‌ন্দিত। এটি এক‌টি ঐতিহা‌সিক দিন। আমি সবার সহ‌যো‌গিতা নি‌য়ে এগিয়ে যে‌তে চাই।

মাসুক মিয়া সম্প‌র্কে গিল্ড‌ফোর্ড বারার ওয়েব সাই‌টে বলা হ‌য়ে‌ছে, তি‌নি ক্যান্সার রিসার্চ ইউকে এবং ম্যাকমিলান ক্যান্সার সাপোর্টের জন্য তহবিল সংগ্রহ করেন। তিন সন্তা‌নের জনক মাসুক ক্রীড়া কার্যক্রমেও স‌ক্রিয়।

মূলধারার রাজনী‌তির পাশাপা‌শি বাঙা‌লি ক‌মিউ‌নি‌টির নানা কার্যক্র‌মেও জ‌ড়িত মাসুক মিয়া। তি‌নি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ‌কের সভাপতি ও বালাগঞ্জ-ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির সাবেক ট্রেজারার।

তার পৈ‌ত্রিক বা‌ড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্যারাপুর গ্রামে।

এসএন


বিভাগ : প্রবাস