সৈয়দ আবদুস সাদিক এর কবিতা 'আমি স্বপ্ন দেখতে জানি'
প্রাপ্তির খাতা আমার একেবারেই শূন্য, আপনাদের
মতো চাহিদার ডামাডোলে ভরাট নয়; তা'বলে মোটেও আক্ষেপ নেই আমার।
শূন্যের ভেতর দাঁড়িয়ে থেকে বিজয় দেখার মানসিকতা আছে।
ইচ্ছেটাকে প্রবল কোরে ছুঁড়ে দি' দিগন্তরেখার ওপারে;
একদিন ইচ্ছেগুলো লাল নীল হয়ে ফুটে উঠবে দারুণ বিপ্লবে।
ঝলমলে সূর্য এসে রৌদ্রের ঝর্ণায় স্নান করিয়ে দেবে,
উষ্ণতা ছড়িয়ে যাবে শিরা উপশিরায়; আমরা সবাই
তখন শূন্যতার প্রাণের ভেতর ভালোবাসার গান গাইবো, অমরত্বের গান গাইবো।
তুমি বিশ্বাস করো, এমন আত্মবিশ্বাসের হৃৎপিণ্ড
আমার তোমাকে পাবার জন্য অবিরত আমাকে সাহসী কোরে দেয়; আমি স্বপ্ন দেখি।
আর যারা স্বপ্ন দেখেনা তারা বিপ্লব কোরতে জানেনা, তারা ভালোবাসতেও জানেনা; তাদের প্রাপ্তির খাতায় বিশ্বাসঘাতকের রোজনামচা লেখা থাকে।
আমার প্রাপ্তির খাতায় এটুকুই--আমি স্বপ্ন দেখতে জানি, শর্তহীন তোমাকে অকৃত্রিম ভালোবাসতে জানি।
/ডিএসএস