পাঠকের কথা

নারগিস দোজা এর কবিতা ‘কবি এসেছিলেন’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১১ মার্চ ২০২৩, ০১:১৯ এএম

নারগিস দোজা এর কবিতা ‘কবি এসেছিলেন’

কবি এসেছিলেন আজ রমনার রেসকোর্স ময়দানে

সেখানেই তিনি এক অনিন্দ‍্য কাব‍্য রচনা করে গেলেন।

অদ্ভুত সুন্দর সেই কাব‍্যখানি

পাঠে যার শরীরের শোনিতে শোনিতে খল খল করে মুক্তির নেশা

সেই কবিতা সেই কাব‍্যখানি বিশাল এক চাদর হয়ে ঢেকে দিল বাংলার বুকখানা

সেই কাব‍্য খানি পদ্মা মেঘনার জল হয়ে ছড়িয়ে যেতে লাগলো, ছড়িয়ে যেতে লাগলো

সেই কাব‍্যখানি যমুনার ঢেউ হয়ে এই সমতটের প্রতিটি বর্গ ইঞ্চি ভাসিয়ে দিয়ে গেল

কবি এক কবিতা লিখলেন খাতা কলম ছাড়াই

কবি তার কবিতাখানি লিখেছেন বাঙালির বুক খাতা করে

কবির বজ্রকন্ঠ হোল অসির চেয়েও শক্ত এক মসি

এমন করে কেউ আর কখনো কবিতা লেখেনি

এমন করে কোন কাব‍্য আর রচিত হয়নি

কবির কাব‍্যের জীবন্ত দুটি লাইন

এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!

কবির রচিত এক অবিস্মরনীয় কাব‍‍্য!

 

ডিএসএস/ 

পাঠকের কথা নিয়ে আরও পড়ুন