রমজানের মাসআলা-১৬
রোজা অবস্থায় নারীদের ঋতুস্রাব দেখা দিলে
রোজা অবস্থায় নারীদের মাসিক আরম্ভ হলে বা ঋতুস্রাব (হায়েজ) ও প্রসবোত্তর স্রাব (নিফাস) দেখা দিলে রোজা ভেঙে যাবে। তবে সক্ষম হলে ওই দিন রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ভালো। পরে এ রোজা কাজা আদায় করে নিতে হবে।
যারা উপযুক্ত ওজরের কারণে রোজা রাখতে পারবেন না, তারা রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানাহার করা থেকে বিরত থাকা ভালো। এটা তাকওয়ার পরিচায়ক। (সূরা হজ্জ, আয়াত: ৩২)
অনুরূপভাবে রমজানে দিনের বেলায় নারীদের মাসিক বা ঋতুস্রাব বন্ধ হলে; সেই দিনের অবশিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকা শ্রেয়; এটি রোজার সম্মানে, রোজা হিসেবে নয়। এ দিনের রোজা কাজা আদায় করতে হবে। পরদিন থেকে রোজা পালন করতে হবে।
এ অবস্থায় নারীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সবার সঙ্গে স্বাভাবিকভাবেই চলা ফেরা করতে পারবেন। রান্না বান্না করা, দোয়া-দুরুদ পড়া, তাসবীহ-তাহলীল এ সবই স্বাভাবিকভাবে করবেন এবং সাহরি ও ইফতারেও শরিক হতে পারবেন। (ফাতাওয়া আযীযী)
এসএ/