বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ভোলার পূজা মণ্ডপে চলছে দুর্গোৎসবের শেষ পর্যায়ের কাজ

আর মাত্র কদিনপর ভোলার সর্বত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা উৎসব।

এ বছর ভোলার ৭টি উপজেলার ৭০টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট ১১৬টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে । ভোলায় গত বছর ১১৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হলেও এ বছর বিশেষ কারণে একটি মণ্ডপে পূজা উৎযাপন হচ্ছে না বলে জানিয়েছেন ভোলা জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী অসীম সাহা।

এদিকে পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন চলছে রং তুলির আঁচড়ের শেষের দিকের কাজ । প্রতিমা শিল্পীরা রং তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে এমনটি জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক শ্রী অসীম চন্দ্র সাহা।

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ভোলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এ বছর জেলা সদরের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাউৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোলার ১১৬টি পুজা মণ্ডপের মধ্যে ভোলা সদরে ২৭টি,বোরহানউদ্দীনে ২০টি, দৌলতখানে ৮টি, লালমোহনে ২২টি,চরফেশন ১৩টি, তজুমুদ্দিন ১৬টি ও মনপুরায় ১০টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হবে। আর এসব মণ্ডপে ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। রং তুলির কাজ শেষে এখন চলছে স্টেজ ও আলোকসজ্জার কাজ। প্রতিমা শিল্পীরা তাদের হাতের কারুকাজ ও রং তুলি দিয়ে প্রতিমা গুলির সৌন্দর্য্য বর্ধনে ধুলো-বালি মুক্ত রাখতে কোথাও কোথাও প্রতিমা ডেকে রাখতে দেখা যায়। কিছু কিছু মণ্ডপে সকল প্রস্তুতি সম্পন্ন হবার পরে এখন চলছে প্রবেশ পথের আলোকসজ্জা ও অন্যান্য ডেকোরেশনের কাজ।

শ্রী অসীম সাহা জানান, সকলের সুখ ও মঙ্গল কামনায় মায়ের আগমন ঘটবে এবার। অশুভ শক্তি ও অসুর শক্তির বিনাশ হবে। পৃথিবীর সুন্দর ও স্বাস্বত সুন্দরের জয় হবে।

এদিকে প্রতি বছরের ন্যায় এবারো পূজা মণ্ডপ গুলিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার ও গ্রাম পুলিশের সঙ্গে পুলিশের মোবাইল টিম কাজ করবে বলে জানা গেছে। তবে ভোলা পুলিশ সুপারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার সাইফুল আলম জানান, পূজা চলাকালীন সময়ে পূজা মণ্ডপগুলোতে যেন কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ইতিমধ্যে আমরা পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে এ নিয়ে মতবিনিময় সভা করেছি।

এ ব্যাপারে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম সাহা জানান, পূজা উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদের সঙ্গে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক হয়েছে। তারা বলেছেন-মণ্ডপ গুলোতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা দিবেন।

এসআইএইচ

Header Ad
Header Ad

ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা

ছবি: সংগৃহীত

প্রধান সড়কে ওঠার দায়ে তিনজন ব্যাটারিচালিত অটোরিকশা চালকের যান ভেঙে ফেলেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ঘোষণা দিয়েছেন, ক্ষতিগ্রস্ত চালকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে প্রশাসক লেখেন- “আজকে যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে না আসার জন্য তিনটি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্যও উদ্যোগ নিচ্ছি।”

 

ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিষিদ্ধ থাকলেও অনেক চালক জীবিকার তাগিদে নিয়ম ভেঙে মেইন রোডে উঠে পড়েন। এ নিয়ে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে নগর কর্তৃপক্ষ। তবে এবারের ঘটনায় অটোরিকশা ভেঙে ফেলার বিষয়টি নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় নেটিজেনরা বলছেন, দুঃস্থ অটোরিকশাচালকদের জীবিকা কেড়ে না নিয়ে সচেতনতামূলক প্রচার ও বিকল্প আয়ের পথ দেখানোই ছিল উচিত। বিষয়টি আমলে নিয়ে প্রশাসকের এ সিদ্ধান্ত জনমানুষের প্রতি একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

Header Ad
Header Ad

দুর্নীতি মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান

ছবি: সংগৃহীত

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

আজ বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

এর আগে গতকাল মঙ্গলবার আপিল দায়েরের ৫৮৭ দিনের বিলম্ব মাফ করেছিলেন হাইকোর্ট। বিলম্ব মাফের পর ডা. জুবাইদা রহমান সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার।

Header Ad
Header Ad

গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় এক রাতে অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় দুটি হাসপাতাল লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন ৩০ জন, আর উত্তর গাজায় মধ্যরাতের পর থেকে হামলায় নিহত হয়েছেন ৫১ জন।

বুধবার (১৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান ও নাসের হাসপাতালের ওপর চালানো হামলায় নিহতদের মধ্যে এক সাংবাদিকও রয়েছেন, যিনি চিকিৎসা নিতে গিয়েছিলেন। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি চরমভাবে লঙ্ঘন করে বলেও উল্লেখ করেন মানবাধিকার কর্মীরা।

এরপরপরই উত্তর গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ৪৫ জন নিহত হন।

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯০৮ জন, আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭২১ জন—এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মাত্র দুই মাসের ব্যবধানে (১৮ মার্চ থেকে ১৪ মে) নিহত হয়েছেন ২ হাজার ৭৮০ জন, আহত হয়েছেন আরও প্রায় ৭ হাজার ৭০০ জন।

জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ এ অঞ্চলের প্রায় সব অবকাঠামো হয় ধ্বংস হয়েছে, নয়তো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এ গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

এই বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ চললেও ইসরায়েল এখনো হামলা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ক্রমশ জোরালো হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা
দুর্নীতি মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
গাজায় হাসপাতালেও হামলা চালাল ইসরায়েল, একরাতে নিহত ৮১
চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর
সাম্য হত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি এনসিপি নেতা হাসনাতের
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে সার্বভৌমত্ব প্রতি সম্মান জানানোর কথা বললেন প্রেস সচিব
ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ২
গ্যাস কূপ খননে গতি আনতে রিগ কিনছে বাংলাদেশ: চলছে প্রস্তুতি, বাড়ছে সম্ভাবনা
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
আবারও বাড়ল স্বর্ণের দাম
নওগাঁ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন
কৃষি সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে ফের রেলপথ অবরোধ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩
জাপান যেতে আগ্রহীদের জন্য সুখবর, জেনেন নিন খুঁটিনাটি
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত, দ্রুত নির্বাচনের তাগিদ
খাদ্য অধিদপ্তরে ১৭৯১ পদে বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে
চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার