বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বাক-প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইল পৌরসভার মেহেদী নামের এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি প্রকাশ পাওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন কতিপয় মাতাব্বররা বলে অভিযোগ স্থানীয়দের।

মেহেদী পৌরসভার পানি সরবরাহ কেন্দ্র ১ এ নলকূপ মিস্ত্রি পদে কর্মরত। সে টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের রবি মিয়ার ছেলে ও কাউন্সিলর ফারুক হোসেনের ভাতিজা।

স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরই অলোয়া তারিনীর লাল মিয়ার বাক প্রতিবন্ধী কিশোরী মোছা. লাবনী আক্তারের প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেন ফারুক হোসেন। পৌরসভায় চাকুরী আর উভয়েই কাউন্সিলরের আত্মীয় হওয়ার সুযোগ নিয়ে প্রতিবন্ধীর ভাতার কার্ড করার সকল দায়িত্ব নেন অভিযুক্ত মেহেদী। তবে ভাতার কার্ডটি এখনও পাননি প্রতিবন্ধীর পরিবার।

সম্প্রতি প্রতিবন্ধী কিশোরীর ভাতার কার্ড অনুমোদন ও ভাতাপ্রাপ্তির বিষয়টি প্রকাশ পায়। কৌশলে মেহেদী প্রায় তিন বছর যাবৎ ওই ভাতার টাকা আত্মসাৎ করে আসছে বলে প্রতিবন্ধীর বাবা লাল মিয়া স্থানীয়দের অবগত করেন। ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ায় স্থানীয় মাতাব্বররা তিনগুণ টাকা জরিমানা নিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযোগটি ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ করে সে।

টাঙ্গাইল জেলা সমাজ সেবা অফিস সূত্র জানায়, মাসে ৮৫০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা দেয়া হয়। তিন মাস অন্তর অন্তর ভাতাভোগীর নগদ একাউন্টে ২৫৫০ টাকা প্রদান করা হচ্ছে।

বর্তমান কাউন্সিলরের সমর্থক লিটন মিয়া বলেন, পৌরসভার স্টাফ মেহেদী প্রতিবন্ধী লাবনীর টাকা আত্মসাৎ করেছেন। মেহেদী কাউন্সিলরের সমর্থক। আত্মসাতকৃত টাকা ফেরত দেওয়াসহ মেহেদীর কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মেহেদীকে একাধিকবার মোবাইল ফোন করলে তিনি রিসিভ করেনি।

টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক হোসেন বলেন, এ ধরণের কোন অভিযোগ পাইনি।

এদিকে, ৯ নং ওয়ার্ডের অলোয়া তারিনী এলাকার ভুক্তভোগী প্রতিবন্ধি পরিবার ও অভিযুক্তসহ স্থানীয়দের বক্তব্য নেয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন।

টাঙ্গাইল সমাজ সেবা উপ-পরিচালক শাহ আলম জানান, জরুরি ভিত্তিতে ভুক্তভোগীর নগদ একাউন্ট পরিবর্তন করার জন্য শহর সমাজ সেবা কর্মকর্তা বরাবর যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুক্তভোগীকে সমাজ সেবার মাধ্যমে সার্বিক সহযোগিতা করা হবে।

এ ব্যাপারে টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর জানান, ভুক্তভোগী প্রতিবন্ধীর ভাতা আত্মসাতের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়া ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে এখন ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (১৪ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান বলেন, "নির্ধারিত সময়সীমার মধ্যে হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন টিউলিপ সিদ্দিক। এখন তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।"

এর আগে, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে টিউলিপ সিদ্দিককে তলব করে দুদক। তাকে ১৪ মে সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে নোটিশ পাঠানো হয়। তবে তিনি হাজির হননি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর তার এবং পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত শুরু হয়।

এর অংশ হিসেবে, রাজউকের একটি আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ১০ কাঠা করে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনসহ মোট ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করেছে দুদক।

Header Ad
Header Ad

১ মাস না যেতেই পাল্টে গেল ডেসটিনির রফিকুলের দলের নাম

দলটির আহ্বায়ক রফিকুল আমীন। ছবি: সংগৃহীত

আত্মপ্রকাশের ১ মাস পার হওয়ার আগেই পাল্টে গেল ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম। ‘বাংলাদেশ আ-আমজনতা পার্টি’ থেকে দলটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ করা হয়েছে।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক রফিকুল আমীন।

আমজনগণ পার্টির আহ্বায়ক বলেন, ‘আমি জেলে থাকা অবস্থাতেই ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করেছি, নামও সেই সময় ঠিক করেছি, নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছি।‌’

তিনি বলেন, ‘পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতার দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ আমজনগণ পার্টি নামকরণ করেছি।’

রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য জানিয়ে রফিকুল আমীন বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।’

উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল আত্মপ্রকাশ করেছিল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

Header Ad
Header Ad

অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

(বাম থেকে) অভিনেত্রী শাম্মি ইসলাম নিলা, মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

শোবিজ তারকাদের অংশগ্রহণে আয়োজিত বহুল আলোচিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ এবার বিতর্কে জড়িয়েছে। ক্রিকেট আয়োজন ঘিরে অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেনের পক্ষ থেকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো জনপ্রিয় খেলা ক্রিকেটকে সামনে রেখে ‘সেলিব্রিটি’ আঙ্গিকে এই আয়োজন হলেও, তা পরিণত হয়েছে অশ্লীল প্রদর্শনীর মঞ্চে।

 

নোটিশে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন—নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা।

অভিযোগ অনুযায়ী, উল্লিখিত অভিনেত্রীরা ক্রিকেট খেলার সময় অশালীন ও অশ্লীল পোশাক পরিধান করেছেন এবং অঙ্গভঙ্গিতে শালীনতা বজায় রাখেননি—যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বিশেষ করে তরুণদের মাঝে ভুল বার্তা পৌঁছাচ্ছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিনেত্রী মারুফা আক্তার জামান এক সাক্ষাৎকারে বলেছেন, "ফিগার যদি না দেখাতে পারে, তাহলে কীভাবে হলো?"—এই বক্তব্যের মাধ্যমে অভিযোগ আরও দৃঢ় হয়েছে বলে দাবি করা হয়।

আইনজীবী জাকির হোসেনের মতে, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ এবং এখানকার সমাজব্যবস্থা শালীনতা ও সামাজিক মূল্যবোধে বিশ্বাসী। তাই সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী তারকাদের যথোপযুক্ত ও শালীন পোশাকে খেলার আহ্বান জানানো হয়।

নোটিশে সংশ্লিষ্ট অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতাদের ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত ৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং ১৩ মে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে। টি-২০ ফরম্যাটের এই আসরে অংশ নেয় চারটি দল—গিগাবাইট টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটানস।

চ্যাম্পিয়ন হয় সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ ও মৌসুমী হামিদ সমৃদ্ধ গিগাবাইট টাইটানস। পুরো টুর্নামেন্টজুড়ে বল-ব্যাট হাতে অংশ নিয়েছেন দীপা খন্দকার, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, সিনথিয়া, কেয়া পায়েল, আলিশাসহ আরও অনেক তারকা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক
১ মাস না যেতেই পাল্টে গেল ডেসটিনির রফিকুলের দলের নাম
অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা
আইপিএলে ৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৯
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা
এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ
সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি
টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
আনচেলত্তির সহকারী হয়ে ব্রাজিল দলে ফিরছেন কাকা!
সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সই
ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে : নাছির
পলিথিনের বিকল্প পাট-কাপড়ের ব্যাগ সুলভে দিতে চায় সরকার: পরিবেশ উপদেষ্টা
সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ
জানা গেল ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয়
বেনাপোল কাস্টমসে কলমবিরতি শুরু, স্থবির আমদানি-রপ্তানি কার্যক্রম
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও