শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

টাঙ্গাইলে বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুৎকর্মীকে আটকে রেখে মারধর

মারধরের শিকার বিদ্যুৎকর্মী শাহীন আলম। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন সাব-জোনাল অফিসের শাহীন আলম নামে এক বিদ্যুৎকর্মী। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর টাঙ্গাইলের ৬নং এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সন্তোষ কুমার দত্ত এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার ৩০ জুন বিকালে উপজেলার কুঠিবয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন আলম ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভূঞাপুর সাব জোনাল অফিসের লাইনম্যান (লেভেল-১) হিসেবে কর্মরত।

পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মনমোহন চন্দ্র সরকার বাদী হয়ে ঘটনার দিন রাতে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শাহীনের সহকর্মী কায়সার জানান, কুঠিবয়ড়া বাজারে সেলিম মিয়ার দোকানে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। সেখানে গিয়ে প্রথমে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হয়। কিন্তু তারা কিছুতেই দিতে চায়নি। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়ায় সেলিম ও তার ছেলে হৃদয় আমাদের উপর হামলা করে।

এতে আমার সহকর্মী শাহীন আলম গুরুতর আহত হয়। এছাড়াও মারধরের পর বাজারেই আটকিয়ে রাখা হয়। পরে পুলিশের সহায়তায় মুক্তি পেয়ে হাসপাতালে যাওয়া হয়। হাসপাতালে শাহীনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভূঞাপুর সাব-জোনাল অফিসের সহকারী কৌশলী মাহবুবুর রহমান খান জানান, সেলিম মিয়ার দোকানে ৫ হাজার ৩০০ টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া ছিল। গতকাল বিদ্যুতের বকেয়া আদায় করতে গেলে কর্মীদের উপর হামলা করা হয়। এরপর থানায় খবর দিলে ভূঞাপুর থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ঘটনার দিন রাতেই দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, পল্লী বিদ্যুতের লোকজন বকেয়া আদায় করতে গিয়েছিল। এসময় বকেয়া পরিশোধ না করায় তারা বিদ্যুৎ সংযোগ করতে গেলে তর্কাতর্কি একপর্যায়ে লাইনম্যানদের উপর হামলা করে। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ বলেন, পল্লী বিদ্যুতের ২ কর্মীকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের সামরিক বাহিনী আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালাবে না— এমনটাই জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি, শুক্রবার (১৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) শিগগিরই একটি বৈঠকে বসবেন। সেখানে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দেওয়া এক ভাষণে পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, গত ১৪ মে দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান যে, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, ১০ মে প্রথমবারের মতো সরাসরি টেলিফোনে বৈঠক করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। ওই বৈঠকের পর ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর আরও দু’দফায় দুই দিন করে মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১৪ মে অনুষ্ঠিত ডিজিএমও পর্যায়ের বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে পারে।

সূত্র: এনডিটিভি

Header Ad
Header Ad

আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক

জয়নুল আবদীন ফারুক। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ এবং সাম্য হত্যাকাণ্ডের ঘটনাগুলো তদন্ত করে এখন আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, "এই ঘটনায় কাউকেই আর ফেরানো যাবে না। এখন সবচেয়ে জরুরি হচ্ছে— দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।"

শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বক্তব্যে তিনি মানবিক করিডর ইস্যু নিয়েও মত প্রকাশ করে বলেন, "এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে একটি নির্বাচিত সরকার। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।"

তিনি আরও বলেন, “সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের আস্থার জায়গা ফিরিয়ে আনা। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার রায় দেবে— সেটাই শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং চলমান সংকটের একমাত্র সমাধান। যদি তা সম্ভব হয়, তাহলে জুলাই আন্দোলনের শহিদদের আত্মাও শান্তি পাবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপিসহ অন্যান্য দল ও সংগঠনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে জাতীয় ঐক্য গড়ে তুলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

Header Ad
Header Ad

শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান

ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের চাকা উড্ডয়নের সময় খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানের পাইলটের দক্ষতা ও দ্রুত সিদ্ধান্তের ফলে সেটি সফলভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এ সময় বিমানে থাকা ৭১ জন যাত্রী, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল, সবাই নিরাপদে ছিলেন।

শুক্রবার (১৬ মে) দুপুর আনুমানিক আড়াইটার কিছু পর ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বাংলাদেশ বিমানের ৪৩৬-৮ ফ্লাইটটি দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পাইলট তৎক্ষণাৎ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন এবং জরুরি অবতরণের জন্য অনুমতি চান।

এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শাহজালাল বিমানবন্দরে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। রানওয়েতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের ইউনিট ও অ্যাম্বুলেন্সসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা। যথাযথ নির্দেশনা অনুসরণ করে পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি অবতরণ করান।

বিমানের কারিগরি বিশেষজ্ঞদের মতে, পেছনের এক চাকাতেও যদি অন্য সবকিছু সচল থাকে, তবে বিমান জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এ ঘটনার ক্ষেত্রেও তাই হয়েছে।

এদিকে এ ঘটনা জানাজানি হলে যাত্রীদের স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে সবার নিরাপদে অবতরণে স্বস্তি ফিরে এসেছে। বিমানের যাত্রী ও সংশ্লিষ্টদের দ্রুত উদ্ধার ও সেবায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলোর তাৎক্ষণিক ভূমিকা ছিল প্রশংসনীয়।

ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে বিমানবন্দর সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক
শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান
গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে : মির্জা আব্বাস
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়
ছাত্র আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্বে কুবির দুই আওয়ামীপন্থী শিক্ষক
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
ইয়ামালের নৈপুণ্যে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত
বই ছাপার কাগজ কেনায় ৪০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ
আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় ম্যাচ বয়কটের দাবি ভারতীয়দের!
জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ