সোমবার, ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

আখাউড়া সীমান্তে দুই ভারতীয় আটক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১অক্টোবর) রাতে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছে।

আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা জয়পুর সীমান্ত এলাকার বাসিন্দারা মান্নান মিয়ার ছেলে মো. মুন্না মিয়া (২৪) এবং একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। ৬০ বিজিবি আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দুই ভারতীয় নাগরিক ত্রিপুরা রাজ্য সীমান্তের মেইন পিলার ২০২৪/৪এস এলাকার বাসিন্দা। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বাউতলা নামক একটি গ্রাম্যবাজারে ঘুরাফেরা করছিল। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন।

আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা আবুল হোসেন।

Header Ad
Header Ad

দাবি আদায় করবো, না-হয় মাটির নিচে শায়িত হবো: ইশরাক

বিএনপি নেতা ও নবনির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে গেজেট প্রকাশ হলেও এখনও শপথ না পড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন।

স্ট্যাটাসে ইশরাক লিখেন, "মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা উন্মোচন করাই ছিল মূল লক্ষ্য।" তিনি দাবি করেন, "অনেক গালি-গালাজ, অপমান সহ্য করেছি। কারণ, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় এদের মুখোশ টেনে খুলে দিতে চেয়েছি।"

ইশরাক অভিযোগ করে বলেন, “এরা শুধু নিরপেক্ষতা বিসর্জন দেয়নি, বরং একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে। বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্রের একটি অংশকে সঙ্গে নিয়ে চক্রান্ত করেছে।”

তিনি আরও বলেন, “একদিন এদের সকলের নাম-পরিচয় সামনে আসবে।”

স্ট্যাটাসের শেষাংশে তিনি আরও স্পষ্ট বার্তা দেন: “হাসিনারেও বলছিলাম, কবরটা ঠিক করাই আছে—আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ। লড়াই শেষ হয় নাই। হয় দাবি আদায় করবো, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সাথে, জনগণের ভোটাধিকার নিয়ে এক চুলও ছাড় নয়।”

 

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে ইসি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল শেখ তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন।

পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা করে। কিন্তু গেজেট প্রকাশের পরেও তাকে শপথ না পড়ানোয় বিএনপি এবং ইশরাকপন্থী নেতাকর্মীরা রাজধানীতে লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

Header Ad
Header Ad

১ লাখ ৩০ হাজার ৭৫৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

সরকার এখন পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ৭৫৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১৯ মে) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “বর্তমানে সরকারের জব্দ করা সম্পদের পরিমাণ ১ লাখ ৩০ হাজার ৭৫৮.৭ কোটি টাকা। এর মধ্যে রয়েছে বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার, অস্থাবর সম্পত্তি ৪২ হাজার ৬১৪.২৭ কোটি টাকা এবং অভ্যন্তরীণ অর্থ ২০.৭ মিলিয়ন ডলার।”

তিনি আরও জানান, “এই অর্থ বাজেটে নয়, বরং দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হবে। প্রধান উপদেষ্টা একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন, যেখানে এই অর্থ সংরক্ষণ করে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।”

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, “দেশের ব্যাংক খাত থেকে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। ইতোমধ্যে তাদের দেশের ভেতরের অনেক সম্পদ জব্দ করা হয়েছে।”

গভর্নর আরও জানান, “এই জব্দকৃত সম্পদের ব্যবস্থাপনায় একটি ম্যানেজমেন্ট বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংক সংশ্লিষ্ট জব্দ অর্থ বিক্রি করে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়া হবে। আর দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ব্যয় হবে জনকল্যাণমূলক কাজে।”

তিনি বলেন, “এই প্রক্রিয়া সম্পূর্ণ আইনি কাঠামোর আওতায় পরিচালিত হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলাম।

Header Ad
Header Ad

বিরামপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

বিরামপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। ছবি: ঢাকাপ্রকাশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত ও সংগঠিত করার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি কর্মী সভার আয়োজন করেছে।

সোমবার (১৯ মে) সকাল ১০টায় বিরামপুর পৌর শহরের শালবাগান কে এম কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।

এসময় আরও উপস্থিত ছিলেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর ইসলামসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, “আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় নির্বাচন রয়েছে। এই নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হলে প্রতিটি নেতাকর্মীকে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে তুলতে হবে, যাতে তারা আমাদের ওপর আস্থা রাখতে পারে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। তাই এখন থেকেই দলের প্রতিটি ইউনিটকে সক্রিয় ও প্রস্তুত হতে হবে।”

সভার শেষে দলীয় কার্যক্রম আরও জোরদার ও মাঠপর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দাবি আদায় করবো, না-হয় মাটির নিচে শায়িত হবো: ইশরাক
১ লাখ ৩০ হাজার ৭৫৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে সরকার: প্রেস সচিব
বিরামপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
যমুনায় শুরু হয়েছে তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ!
একযোগে ১৭ পুলিশ সুপারকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এনসিপির প্রধান কর্তব্য: নাহিদ ইসলাম
আদমদীঘিতে চলন্ত ট্রেনের দরজা দিয়ে বাবাকে ফেলে দেয়ার অভিযোগ ছেলের (ভিডিও)
ভারতের আম নিল না আমেরিকা, বিমানবন্দরে পচছে কোটি কোটি টাকার আম!
বদলে গেলো নাম, ধানমন্ডি ২৭ এখন 'শহীদ ফারহান ফাইয়াজ' সড়ক
ফার্স্ট সিকিউরিটি থেকে ১১০০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
নির্বাচনের দাবিতে ফের মাঠে নামার হুঁশিয়ারি ১২ দলীয় জোটের
পলাতকদের অর্থ জব্দ, লুটের টাকা গরিবের কল্যাণে ব্যবহার হবে: গভর্নর
৬০ ভাগ তরুণ-তরুণী ভুগছেন ‘টেক্সট নেক’-এ, জানুন কারণ ও করণীয়
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দখলমুক্ত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগার
ইশরাকের শপথ নিয়ে অনেক জটিলতা আছে: উপদেষ্টা আসিফ
সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল, গড়লেন বিশ্ব রেকর্ড
ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা জামিল বেনাপোলে গ্রেফতার
আ.লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ
পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন মিরাজ, মিলল বোর্ডের অনুমতি
বিজি ৪৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুকে সম্মাননা