সান্তাহার ডিজিটাল পোস্ট অফিসে স্বল্পমেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলমান

সান্তাহার ডিজিটাল পোস্ট অফিসে স্বল্পমেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলমান। ছবি: সংগৃহীত
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ "পোস্ট ই-সেন্টার" প্রকল্পের আওতায় বগুড়ার সান্তাহার ডিজিটাল পোস্ট অফিসে বর্তমানে স্বল্পমেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শহর ও গ্রামের মধ্যে প্রযুক্তিগত বৈষম্য হ্রাস করে সমানভাবে ডিজিটাল সুবিধা পৌঁছে দেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে গঠিত প্রতিটি পোস্ট ই-সেন্টার পরিচালনা করেন একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা, যারা তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও শিক্ষাগতভাবে যোগ্য।
সান্তাহার পোস্ট ই-সেন্টারে স্থানীয় জনগণের জন্য অত্যন্ত স্বল্প খরচে ৩ মাস ও ৬ মাস মেয়াদী বিভিন্ন আইসিটি বিষয়ক কোর্স চালু রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন
* গ্রাফিক্স ডিজাইন
* ভিডিও এডিটিং
* ডিজিটাল মার্কেটিং
এই প্রশিক্ষণ কোর্সগুলোর মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা প্রযুক্তি জ্ঞান অর্জন করে আত্মকর্মসংস্থানে সক্ষম হচ্ছেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদেরকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরকারি স্বীকৃত সনদ প্রদান করা হচ্ছে, যা দিয়ে তারা অনলাইনে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং কিংবা সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে সহায়তা পাচ্ছেন।
সান্তাহার ডিজিটাল পোস্ট অফিস কেবল প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি একটি পূর্ণাঙ্গ অনলাইন নাগরিক সেবা কেন্দ্র হিসেবেও কাজ করছে। যে কোনো নাগরিক সে— যেমন জন্মনিবন্ধন, পাসপোর্ট আবেদন, বিদ্যুৎ বিল পরিশোধ, সরকারি আবেদনপত্র পূরণসহ নানা ধরণের সেবা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রদান করছে এ কেন্দ্রটি।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সান্তাহার ডিজিটাল পোস্ট অফিস একটি যুগান্তকারী ভূমিকা পালন করছে- যা প্রযুক্তিনির্ভর দক্ষতা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করছে।
