শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের ‘কুশপুত্তলিকায় জুতাপেটা’

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নিহতের ঘটনায় ক্রমেই দলের অভ্যন্তরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে রাজনৈতিক বিরোধ।

বৃহস্পতিবার (২৭ জুন) নিহত বাবুলের জানাজায় রাজশাহী-৬ আসনের এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম হত্যাকাণ্ডের মদদদাতা দায়ী করে দলটির প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও দলীয় আরেক এমপি মোহা. আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়ার পর থেকেই রাজশাহীর রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

শুক্রবার (২৮ জুন) বিকেলে এমপি শাহরিয়ারের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী শহরে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে এমপি শাহরিয়ারের কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে তাতে জুতাপেটা করেন নেতাকর্মীরা। এ সময় তারা এমপি শাহরিয়ারের বক্তব্যের প্রতিবাদ জানান। বিক্ষোভ সমাবেশ থেকে এমপি শাহরিয়ারকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মণির সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুনির সবুজের সঞ্চালনায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দত্ত বাপ্পি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, বর্তমান সভাপতি নুর মোহাম্মদ সিয়ামসহ আরও অনেকে। এর আগে বিক্ষোভ মিছিলটি রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশের।

সমাবেশে বক্তারা বলেন, নৃশংস হামলায় বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল খুন হন। সেই হত্যাকাণ্ডের মদদদাতা হিসেবে এমপি শাহরিয়ার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নাম জড়িয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করতেই এমপি শাহরিয়ার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতা খায়রুজ্জামান লিটনকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তারা সমাবেশ থেকে এমপি শাহরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

গত বৃহস্পতিবার দুপুরে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নিহত আওয়ামী লীগ বাবুলের জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় স্থানীয় এমপি শাহরিয়ার আলম বলেছিলেন, ‘আমরা জবাব চাই, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে। অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুর কাছে জবাব চাই, সে কেন আজ পলাতক? খুনের সময় দুজন সশরীরে উপস্থিত ছিলেন। পেছন থেকে মদদদাতা হিসেবে আসাদুজ্জামান আসাদ, এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং লায়েব উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হবে। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’

এমপি শাহরিয়ারের এমন বক্তব্যে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, ‘বাবুল যখন ছাত্রনেতা, তখন থেকেই তাকে আমি পাশে পেয়েছি। তাকে হত্যার মতো নিন্দনীয়-নৃশংস হত্যার সঙ্গে আমি কোনভাবে জড়িত থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। জানাজায় আমার নাম ধরে চারঘাট-বাঘার বর্তমান এমপি উদ্দেশ্যপ্রণোদিত ও ঈর্ষাপরায়ণভাবে এ রকম উক্তি করতে পারেন, সেটা আমার বোধগম্য নয়। তার কাছ থেকে এটা আশাই করিনি। কী উদ্দেশ্যে, কেন তিনি বলেছেন তা তিনিই বলতে পারবেন। যারা বিবেকসম্পন্ন মানুষ তারা এটাকে সমর্থন করবেন না।’

উল্লেখ্য, গত ২২ জুন বাঘা উপজেলা সদরে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন বাবুল। গত বুধবার (২৬ জুন) বিকেলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান।

Header Ad
Header Ad

বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও জিজ্ঞাসাবাদের জন্য আটক যুবক। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার (১৬ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, প্রাথমিকভাবে একজনকে চিহ্নিত করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনা ঘটে। কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল মাহফুজ আলমের মাথায় লাগে। এ ঘটনার পর তিনি আর কথা না বলে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও শারীরিক আক্রমণ বর্বরতা। হামলাকারীর উদ্দেশ্য যাই হোক, তা তদন্ত করে বের করা দরকার। এই ধরনের হামলার কোনো ন্যায্যতা নেই।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “মাহফুজ আলম কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না হয়েও শিক্ষার্থীদের কথা শুনতে রাজপথে এসেছিলেন। সেই সাহসিকতাকে সম্মান না করে তার ওপর এমন আচরণ লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “আপনাদের দাবি বাস্তবায়নে মূল দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের, শিক্ষাসচিবের। অথচ আঘাত করা হলো যিনি কেবল আপনাদের কথা শুনতে এসেছিলেন তাকে।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবিগুলো সম্পর্কে সরকার ইতোমধ্যে অবহিত হয়েছে এবং বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বোতল নিক্ষেপের মতো ঘটনা ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আইনি পদক্ষেপ গ্রহণের কথাও ভাবছে প্রশাসন।

Header Ad
Header Ad

ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের সামরিক বাহিনী আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালাবে না— এমনটাই জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি, শুক্রবার (১৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) শিগগিরই একটি বৈঠকে বসবেন। সেখানে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দেওয়া এক ভাষণে পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, গত ১৪ মে দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান যে, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, ১০ মে প্রথমবারের মতো সরাসরি টেলিফোনে বৈঠক করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। ওই বৈঠকের পর ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর আরও দু’দফায় দুই দিন করে মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১৪ মে অনুষ্ঠিত ডিজিএমও পর্যায়ের বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে পারে।

সূত্র: এনডিটিভি

Header Ad
Header Ad

আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক

জয়নুল আবদীন ফারুক। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ এবং সাম্য হত্যাকাণ্ডের ঘটনাগুলো তদন্ত করে এখন আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, "এই ঘটনায় কাউকেই আর ফেরানো যাবে না। এখন সবচেয়ে জরুরি হচ্ছে— দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।"

শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বক্তব্যে তিনি মানবিক করিডর ইস্যু নিয়েও মত প্রকাশ করে বলেন, "এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে একটি নির্বাচিত সরকার। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।"

তিনি আরও বলেন, “সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের আস্থার জায়গা ফিরিয়ে আনা। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার রায় দেবে— সেটাই শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং চলমান সংকটের একমাত্র সমাধান। যদি তা সম্ভব হয়, তাহলে জুলাই আন্দোলনের শহিদদের আত্মাও শান্তি পাবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপিসহ অন্যান্য দল ও সংগঠনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে জাতীয় ঐক্য গড়ে তুলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদ
ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক
শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান
গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে : মির্জা আব্বাস
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়
ছাত্র আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্বে কুবির দুই আওয়ামীপন্থী শিক্ষক
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
ইয়ামালের নৈপুণ্যে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত
বই ছাপার কাগজ কেনায় ৪০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ
আইপিএলে মুস্তাফিজকে দলে নেওয়ায় ম্যাচ বয়কটের দাবি ভারতীয়দের!