
সারাদেশ
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে দলের প্রার্থী হিসেবে সদস্য সচিব আখতার হোসেনকে মনোনীত করেছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সভায় নাহিদ ইসলাম বলেন, “পীরগাছা-কাউনিয়ার পক্ষ থেকে আখতার হোসেন বাংলাদেশের নেতৃত্ব দেবেন। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।”
পথসভায় তিনি আখতার হোসেনের হাত উঁচিয়ে ধরে বলেন, “এই লড়াইয়ে তাকে একা রাখা যাবে না। আপনারা সবাই যেন তার পাশে থাকেন।”
আখতার হোসেনের পরিচয় তুলে ধরে তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছেন। একাধিকবার কারাবরণ করেছেন। তিনি শুধু এনসিপির নয়, বরং আপনাদের এলাকারও গর্ব।”
পথসভাটি পরিচালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করে এনসিপি। দিনভর নানা কর্মসূচি শেষে পথসভা দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।